Saturday, January 10, 2026

৮ বছর পর প্রত্যাবর্তনেই দ্বিশতরান করুন নায়ারের

Date:

Share post:

দীর্ঘ ৮ বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন। প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন। অপেক্ষাটা ছিল তাঁর দ্বিশতরানের(Double Century)। সেই লক্ষ্যে পৌঁছতে খুব একটা বেশিক্ষণ সময় লাগল না এই করুন নায়ারের(Karun Nair)। আর নায়ারের এই ইনিংসটাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগেই বড় স্বস্তি ভারতের। দুরন্ত পারফরম্যান্স করুণ নায়ারের(Karun Nair)। সেখানেই খেললেন ২০৪ রানের ইনিংস। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে নেমেছে ভারতীয়-এ(INDIA-A) দল। সেখানেই দ্বিশতরান করুণ নায়ারের। ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে এটা যে ভারতীয় শিবিরকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে এবার তারুণ্যের জোয়ার। কার্যত তরুণ ব্রিগেড দিয়েই দল সাজানো হয়েছে। সেখানেই দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন করুন নায়ার(Karun Nair)। আর তাঁকে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না তা ব্যাট হাতে নেমেই বুঝিয়ে দিলেন এই ক্রিকেটার। ভারতীয়-এ(INDIA-A) দলের হয়ে একাই খেললেন ২০৪ রানের ইনিংস। তাঁর গোটা ইনিংসটা সাজানো ২৬টি চার ও একটি ছয় দিয়ে।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতীয়-এ দল করল ৪৯৭ রান। সেখানে করুন নায়ার একাই করেছেন ২০৪ রান। ভারতীয় দলের হয়ে কেরিয়ারের শুরুতেই ত্রিশতরান করেছিলেন করুন নায়ার। কিন্তু এরপর কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরই দল থেকে বাদ পড়েন করুন নায়ার। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় পারফরম্যান্স করলেও দলে ফিরতে পারছিলেন না। অবশেষে গম্ভীর জামানাতেই ডাক পেলেন তিনি। আর প্রথম দর্শনেই নিজেকে প্রমানও করলেন করুন।

প্রথম দিন যখন শেষ হয় সেই সময় করুন নায়ারের রান ছিল ১৮৬। আর মাত্র ১৪ রান করতে পারলেই দ্বিশতরান পাবেন তিনি। দ্বিতীয় দিনের শুরু থেকে একা হাতেই দলকে টেনে নিয়ে যেতে থাকেন নায়ার। ২০৪ রানেই থামেন তিনি। করুন নায়ার সাজঘরে ফিরতেই ইনিংস ঘোষণা করেন ভারতীয়-এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি ছাড়াও ভারতীয়-এ দলের হয়ে ৯২ রান করেন সরফরাজ খান এবং ৯৪ রানের ইনিংস খেলেন ধ্রুব জুরেল।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...