Thursday, August 21, 2025

দীর্ঘ ৮ বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন। প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন। অপেক্ষাটা ছিল তাঁর দ্বিশতরানের(Double Century)। সেই লক্ষ্যে পৌঁছতে খুব একটা বেশিক্ষণ সময় লাগল না এই করুন নায়ারের(Karun Nair)। আর নায়ারের এই ইনিংসটাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগেই বড় স্বস্তি ভারতের। দুরন্ত পারফরম্যান্স করুণ নায়ারের(Karun Nair)। সেখানেই খেললেন ২০৪ রানের ইনিংস। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে নেমেছে ভারতীয়-এ(INDIA-A) দল। সেখানেই দ্বিশতরান করুণ নায়ারের। ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে এটা যে ভারতীয় শিবিরকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে এবার তারুণ্যের জোয়ার। কার্যত তরুণ ব্রিগেড দিয়েই দল সাজানো হয়েছে। সেখানেই দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন করুন নায়ার(Karun Nair)। আর তাঁকে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না তা ব্যাট হাতে নেমেই বুঝিয়ে দিলেন এই ক্রিকেটার। ভারতীয়-এ(INDIA-A) দলের হয়ে একাই খেললেন ২০৪ রানের ইনিংস। তাঁর গোটা ইনিংসটা সাজানো ২৬টি চার ও একটি ছয় দিয়ে।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতীয়-এ দল করল ৪৯৭ রান। সেখানে করুন নায়ার একাই করেছেন ২০৪ রান। ভারতীয় দলের হয়ে কেরিয়ারের শুরুতেই ত্রিশতরান করেছিলেন করুন নায়ার। কিন্তু এরপর কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরই দল থেকে বাদ পড়েন করুন নায়ার। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় পারফরম্যান্স করলেও দলে ফিরতে পারছিলেন না। অবশেষে গম্ভীর জামানাতেই ডাক পেলেন তিনি। আর প্রথম দর্শনেই নিজেকে প্রমানও করলেন করুন।

প্রথম দিন যখন শেষ হয় সেই সময় করুন নায়ারের রান ছিল ১৮৬। আর মাত্র ১৪ রান করতে পারলেই দ্বিশতরান পাবেন তিনি। দ্বিতীয় দিনের শুরু থেকে একা হাতেই দলকে টেনে নিয়ে যেতে থাকেন নায়ার। ২০৪ রানেই থামেন তিনি। করুন নায়ার সাজঘরে ফিরতেই ইনিংস ঘোষণা করেন ভারতীয়-এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি ছাড়াও ভারতীয়-এ দলের হয়ে ৯২ রান করেন সরফরাজ খান এবং ৯৪ রানের ইনিংস খেলেন ধ্রুব জুরেল।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version