Sunday, November 9, 2025

মহারাষ্ট্রে লড়কি বহিন যোজনায় দুর্নীতি: ২২০০ সরকারি কর্মীর অ্যাকাউন্টে টাকা

Date:

নির্বাচনের আগে ডবল ইঞ্জিন রাজ্যের আস্থা অর্জন করতে হঠাৎই মহিলাদের প্রতি দায়িত্বশীলতা দেখাতে থাকে বিজেপি। যার অন্যতম বড় উদাহরণ মহারাষ্ট্র (Maharashtra), যেখানে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য ভাতার প্রকল্প ঘোষণা করেছিল তৎকালীন বিজেপি জোটসঙ্গী পরিচালিত মহাযুতি সরকার (Mahayuti Government)। সেই প্রকল্পের সাফল্য দেখিয়ে অন্যত্র ভোটব্যাঙ্ক পেতে প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়িয়ে প্রচারও চালায় বিজেপি। এবার সেই বিজেপি জোট সরকারই ঘোষণা করল মাঝি লড়কি বহিন যোজনায় (Majhi Ladki Bahin Yojana) উপভোক্তাদের মধ্যে ২,২৮৯ জন সরকারি কর্মী।

মহারাষ্ট্রের ক্ষমতা ধরে রাখতে তড়িঘড়ি বাংলাকে অনুসরণ করে মহিলা শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা চালিয়েছিল তৎকালীন ডবল ইঞ্জিন সরকার। ঘোষণা হয়েছিল মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা। ২০২৪ সালের জুলাইতে প্রকল্প ঘোষণা হওয়ার পরে তাতে ব্যাপক সাড়ার দাবি জানিয়েছিলেন মহাযুতি প্রশাসন। এক বছরের কম সময়ে সামনে এলো সেই প্রকল্পে ব্যাপক দুর্নীতি। বর্তমানে এই যোজনার সুবিধা পায় প্রায় ২.৫২ লক্ষ মহিলা। তার মধ্যে প্রায় ২ লক্ষের তথ্য যাচাই করতে গিয়েই প্রকাশ্যে আসে দুর্নীতি।

ফাড়নবিশ প্রশাসনের নীতি অনুযায়ী, ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলারা কোনও ভাতা প্রাপক বা সরকারি কর্মী না হলে এই প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। সেই মতো প্রায় ২ লক্ষ ৬৩ হাজার আবেদন জমা পড়ে। প্রতি মাসে পাঁচ লাখ আবেদনের ঢাক বাজাতেও ছাড়েনি ডবল ইঞ্জিন প্রশাসন। তবে সম্প্রতি ভুয়ো তালিকার কথা স্বীকার করলেন খোদ মহারাষ্ট্রের মন্ত্রীই। নারী ও শিশু কল্য়াণ মন্ত্রী অদিতি তাতকারে জানান, প্রায় ২ লক্ষ তথ্য যাচাই করে দেখা যায়, ২,২৮৯ জন সরকারি কর্মী মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনার (Majhi Ladki Bahin Yojana) উপভোক্তা। তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version