Wednesday, August 20, 2025

হাতে কাটা দাগ, বাড়ি লন্ডভন্ড! ঘুম থেকে উঠেই হতভম্ব অভিনেতা রণজয়

Date:

টেলিপর্দার জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) জীবনে ভৌতিক সংকট! শনির সকালে চোখ খুলেই হতভম্ব অভিনেতা। দরজা-জানলা ভেতর থেকে বন্ধ হওয়া সত্ত্বেও লন্ডভন্ড গোটা বাড়ি। দেওয়াল- টেবিল থেকে মাটিতে পড়ে আছে ছবি, রণজয়ের গায়েও অজস্র কাঁটা দাগ! কোনও কুলকিনারা করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় (Social media) নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেতা।

এ ঘটনা অবশ্য আজ নতুন নয়। তারকার ঘনিষ্ঠরা বলছেন মাসখানেক ধরেই নাকি ভৌতিক সব ঘটনার শিকার রণজয় বিষ্ণু। এমনিতেই সিরিয়াল এবং নানা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সারাদিন বাড়ির বাইরে ব্যস্ত থাকতে হয়। কিন্তু রাতে ফিরে এসেও শান্তি নেই। কিছুদিন ধরেই দেখছেন তাঁর বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় টবের মাটি ছড়িয়ে আছে, নীচে পড়ে আছে ছবি। এমনকি তাঁর সারা গায়ে আঁচড়ের দাগ! অদ্ভুত এই ঘটনার কোনও ব্যাখ্যা না পেয়ে শনিবার সকালে তিনি নিজেই সবটা ক্যামেরাবন্দি করে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতা বলেছেন, ‘জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরই। তাও কটা গাছ তুলে রেখেছিলাম। কিন্তু এবার মনে হল ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বেরই। তাও দেখছি টব পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়!ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। কোন ক্লু পাচ্ছিনা।’

টেলিতারকার ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরাও। কেউ কেউ গোটা ঘটনাকে ভৌতিক বলে আখ্যা দিয়েছেন, তো কেউ আবার হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দিয়েছেন তাঁকে। অনেকে আবার অভিনেতার আগাম কোনও সিনেমা বা সিরিয়ালের প্রমোশনের অঙ্গ হিসেবে এই ভিডিও কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সবমিলিয়ে শনির সকালে ছোটপর্দার বিনোদন জগতের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন রণজয়।

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version