Thursday, August 21, 2025

হাতে কাটা দাগ, বাড়ি লন্ডভন্ড! ঘুম থেকে উঠেই হতভম্ব অভিনেতা রণজয়

Date:

টেলিপর্দার জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) জীবনে ভৌতিক সংকট! শনির সকালে চোখ খুলেই হতভম্ব অভিনেতা। দরজা-জানলা ভেতর থেকে বন্ধ হওয়া সত্ত্বেও লন্ডভন্ড গোটা বাড়ি। দেওয়াল- টেবিল থেকে মাটিতে পড়ে আছে ছবি, রণজয়ের গায়েও অজস্র কাঁটা দাগ! কোনও কুলকিনারা করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় (Social media) নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেতা।

এ ঘটনা অবশ্য আজ নতুন নয়। তারকার ঘনিষ্ঠরা বলছেন মাসখানেক ধরেই নাকি ভৌতিক সব ঘটনার শিকার রণজয় বিষ্ণু। এমনিতেই সিরিয়াল এবং নানা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সারাদিন বাড়ির বাইরে ব্যস্ত থাকতে হয়। কিন্তু রাতে ফিরে এসেও শান্তি নেই। কিছুদিন ধরেই দেখছেন তাঁর বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় টবের মাটি ছড়িয়ে আছে, নীচে পড়ে আছে ছবি। এমনকি তাঁর সারা গায়ে আঁচড়ের দাগ! অদ্ভুত এই ঘটনার কোনও ব্যাখ্যা না পেয়ে শনিবার সকালে তিনি নিজেই সবটা ক্যামেরাবন্দি করে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতা বলেছেন, ‘জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরই। তাও কটা গাছ তুলে রেখেছিলাম। কিন্তু এবার মনে হল ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বেরই। তাও দেখছি টব পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়!ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। কোন ক্লু পাচ্ছিনা।’

টেলিতারকার ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরাও। কেউ কেউ গোটা ঘটনাকে ভৌতিক বলে আখ্যা দিয়েছেন, তো কেউ আবার হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দিয়েছেন তাঁকে। অনেকে আবার অভিনেতার আগাম কোনও সিনেমা বা সিরিয়ালের প্রমোশনের অঙ্গ হিসেবে এই ভিডিও কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সবমিলিয়ে শনির সকালে ছোটপর্দার বিনোদন জগতের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন রণজয়।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version