রবিবার থেকে কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder price)। জুনের পয়লা তারিখে কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় সাড়ে পঁচিশ টাকা মতো কমেছে। ফলে এমাসে মহানগরীতে সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৮২৬ টাকা। ব্যবসায়ীদের মুখে সামান্য হাসি ফুটলেও গৃহস্থকে এখনও এলপিজি সিলিন্ডার কিনতে প্রায় ৯০০ টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে।
এপ্রিল,মে মাসের পর বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। পয়লা জুন (রবিবার) দেখা গেল সারাদেশ জুড়ে কমার্শিয়াল গ্যাসের দাম অনেকটাই কমেছে। মে মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১ হাজার ৮৫১ টাকা ৫০ পয়সা। সেখান থেকে প্রায় সাড়ে পঁচিশ টাকা মতো দাম কমেছে এদিন। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭২৩ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে, ১ হাজার ৬৭৪ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে কমার্শিয়াল গ্যাসের নতুন দাম হল ১ হাজার ৮৮১ টাকা। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কিন্তু পর পর তিন মাস গ্যাসের দাম কমায় বিভিন্ন রেস্টুরেন্ট বা ফাস্টফুড সেন্টারে খাবার-দাবারের দাম কমবে কি , প্রশ্ন আমজনতার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–