Wednesday, August 27, 2025

দেশজুড়ে ফের করোনার থাবা! এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধি ১২০০ শতাংশ 

Date:

সারা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে প্রায় ১২০০ শতাংশ। যেখানে গত সপ্তাহে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭, সেখানে ৩১ মে তা লাফিয়ে পৌঁছেছে ৩ হাজার ৩৯৫-এ।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে। এই তিন রাজ্যেই দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২৬ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১০, আর ৩১ মে-তে তা তিন গুণেরও বেশি বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪০০-তে। শুধু শুক্রবার ও শনিবার, এই দুই দিনেই ৬৮৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪ জনের।

পশ্চিমবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১৬ জন। যদিও কেন্দ্র জানিয়েছে, মৃতদের মধ্যে ৬ জনেরই ছিল গুরুতর কোমর্বিডিটি, ফলে আতঙ্কিত হওয়ার বিশেষ কারণ নেই।

বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন স্ট্রেনটি আপাতত প্রাণঘাতী না হলেও, এটি একেবারে নিরীহও নয়। তাই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, পুরনো কোভিড বিধিগুলি আবার ফিরিয়ে আনার সময় এসেছে। বিশেষ করে জনবহুল এলাকায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বয়স্ক ও কোমর্বিড ব্যক্তি‌দের জন্য বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন তারা। জনসাধারণকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে, কেন্দ্র জানিয়েছে—সতর্ক থাকুন, তবে আতঙ্কিত হবেন না।

আরও পড়ুন – ছিঃ শাহ! বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধিদলে থাকা অভিষককে বাংলায় এসে আক্রমণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version