Friday, August 29, 2025

১৮তম আইপিএল, বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি, কোহলির হাতেই ট্রফি?

Date:

আগামী মঙ্গলবার আইপিএলের(IPL) ফাইনাল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মুম্বই ইন্ডিয়ান্স নাকি পঞ্জাব কিংস(PBKS), কাদের বিরুদ্ধে বেঙ্গালুরু ফাইনালে খেলবে সেটা ঠিক হয়ে যাবে এই রবিবারই। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। অনেকেই বলতে শুরু করেছে এবার ১৮ তম আইপিএল। আর বিরাটের(Virat Kohli) গায়ে আইকনিক ১৮ নম্বর জার্সি। তাঁর হাতেই নাকি উঠতে চলেছে এবারের আইপিএল(IPL) ট্রফিটা। দুটো সংখ্যা মিলে যাওয়াতেই নেট পাড়াতে এমন নানান গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে।

এবারের আইপিএল(IPL) শুরু হওয়ার পর থেকেই এমন নানান কথাবার্তা শোনাযাচ্ছে নেটিজেনদের মুখে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) ফাইনালে পৌঁছে যাওয়ার পর সেই আলোচনার মাত্রাটাও আরও বেড়েছে। আসলে কিছুই নয়, বিরাটের(Virat Kohli) জার্সি এবং আইপিএলের বছর। দুটোই যে এবার মিলে গিয়েছে। সেই কারণে অনেকেই ভাবতে শুরু করেছে এবার বিরাটের(Virat Kohli) হাতেই উঠতে চলেছে আইপিএলের ট্রফিটা।

যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে যেভাবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পারফরম্যান্স করছে, তাতে সকলেরই প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে। বিশেষ বিরাট কোহলিও যেন এবার আইপিএলের ট্রফিটা পেতে মরিয়া হয়ে রয়েছেন। কারণ সবকিছু পেলেও, এই ট্রফিটা এখনও পর্যন্ত পাননি তিনি।

১৮ তম আইপিএল শুরু হওয়ার পর থেকেই বিরাটের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখতে পাচ্ছেন সকলে। বিশেষ করে বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি। দুটো সংখ্যাই যখন মিলে গিয়েছে, তখন বিরাটের হাতে ট্রফিও দেখতে পাচ্ছেন অনেকে। যদিও এটা একেবারেই নেট পাড়ার জল্পনা। অনেকে আবার বলছে এবার নাকি আরসিবি জিতে বসেই আছে। না মাঠে এখনও খেলা হয়নি। ফাইনালের ম্যাচও বাকি রয়েছে। ভক্তরা ভাবতেই পারেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version