Thursday, August 21, 2025

লাচেনে প্রাণঘাতী ধস: নিহত ৩ সেনা, নিখোঁজ ৬, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

Date:

ভয়াবহ ভূমিধসে সিকিমের (Sikim) লাচেন জেলায় চাতেনের সেনা ক্যাম্পে ((Army Camp) অন্তত তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, নিহত হয়েছেন হাবিলদার লখবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর ও পোর্টার অভিষেক লাখাড়া। এখনও নিখোঁজ ছজন। প্রবল বৃষ্টিপাতের জেরে রবিবার সন্ধে ৭টা নাগাদ এই বিপর্যয় ঘটে।

লাচেন জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে থাকা চাতেন সেনা (Army) ছাউনি ধসে চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় সেনা। দুর্গম ভূপ্রকৃতি, প্রবল বৃষ্টি ও কাদা-বালির স্তূপে জর্জরিত হয়ে পড়া এলাকায় সেনার উদ্ধারকারীরা দিনরাত এক করে খুঁজে চলেছেন নিখোঁজ ছজনকে।

প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, চারজনকে ইতিমধ্যেই অল্প চোট নিয়ে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের বাঁচাতে সমস্ত রকম চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত হচ্ছে বিশেষ যন্ত্রপাতি ও প্রশিক্ষিত দল।

এই মর্মান্তিক ঘটনার পর সেনা পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা। শহিদদের প্রতি সম্মান জানিয়ে বলা হয়েছে, তাঁদের ত্যাগ দেশের সামনে এক উদাহরণ হয়ে থাকবে। নিখোঁজদের খোঁজে চলা অভিযানে সেনা কর্তৃপক্ষ পূর্ণ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সেনার দায়িত্বশীলতা ও তৎপরতা তাঁদের আত্মনিবেদন এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়েছে বলে মন্তব্য প্রতিরক্ষা দফতরের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version