মারণ ভাইরাসের নয়া রূপ নিয়ে খুব একটা চিন্তার কারণ না থাকলেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানাচ্ছে চিকিৎসক মহল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৯৬১। কেরলে ৬৪ ও দিল্লিতে ৬১ জন। বাংলায় অবশ্য সেভাবে মাথাচাড়া দেয়নি কোভিড। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে দেশে।
আরও পড়ুন – ‘মাস্টার মেন্টর ২০২৫’-এর কেরিয়ার ফেয়ারের শুভ সূচনা, উদ্বোধনে মন্ত্রী ব্রাত্য – অরূপ
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_