Sunday, November 16, 2025

মহিলা পরিচালিত এমএসএমই-র উন্নয়নে রাজ্যজুড়ে বৃহৎ সমীক্ষা, সহায়তায় বিশ্বব্যাঙ্কের র‍্যাম্প প্রকল্প

Date:

রাজ্যের মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে (এমএসএমই) উৎসাহ ও সহায়তা দিতে এবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে এক বৃহৎ সমীক্ষা। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ‘রেইজিং অ্যান্ড অ্যাকসেলারেটিং এমএসএমই প্রোডাক্টিভিটি’ (র‍্যাম্প) প্রকল্পের আওতায় এই সমীক্ষা চালাবে রাজ্য সরকার।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে রাজ্যের প্রায় ৫ হাজার মহিলা পরিচালিত এমএসএমই সংস্থাকে এই সমীক্ষার আওতায় আনা হবে। তাঁদের কার্যক্ষমতা, আর্থিক সহায়তার সুযোগ, প্রযুক্তির ব্যবহার এবং বাজারে প্রবেশের বাধা বিশ্লেষণ করা হবে। এর ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতের নীতি নির্ধারণে সহায়ক হবে।

এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানকেও যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমীক্ষা শেষে রাজ্যজুড়ে ৫০টি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। প্রতিটি শিবিরে অন্তত ১০০ জন মহিলাকে রাজ্য ও কেন্দ্রের প্রকল্প, ডিজিটাল বিপণন এবং আর্থিক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পের শেষ পর্যায়ে ১০০-রও বেশি মহিলা পরিচালিত এমএসএমই সংস্থাকে ‘বিশ্ব বাংলা’, ‘তন্তুজ’ এবং ‘মঞ্জুষা’র মতো সরকারি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে অনলাইন বিপণনের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।

২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে শুরু হয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিটি ধাপে কাজের অগ্রগতির ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হবে।

জাতীয় পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মহিলা পরিচালিত উদ্যোগের সংখ্যায় পশ্চিমবঙ্গ সারা দেশে শীর্ষস্থান ধরে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সেই অগ্রগতি আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা রাজ্য প্রশাসনের।

আরও পড়ুন – নিখোঁজ থাকার ১০ দিন পর আলিপুর বডিগার্ড লাইন্স থেকে পুলিশকর্মীর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version