Wednesday, August 27, 2025

প্রতি বছর ঘটা করে নীতি আয়োগের বৈঠক। প্রতিটি রাজ্যের জন্য প্রকল্প বরাদ্দের পরিকল্পনা করে মোদি সরকার। অথচ প্রকল্প বাস্তবে পায় বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিই। বিরোধী পরিচালিত রাজ্যগুলিকে নানা অজুহাতে বঞ্চিত রাখতেই পছন্দ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার সবথেকে বড় উদাহরণ বাংলা। যতবার বাংলা তার প্রতিবারের বৃদ্ধি পাওয়া কেন্দ্রীয় বকেয়া (dues) বরাদ্দের দাবি জানায়, ততবার নতুন নতুন খাতে বরাদ্দ বন্ধের পথে যায় কেন্দ্র। ফের একবার বাংলার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর দরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আগামী সোমবার ৯ জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বাংলার বকেয়া নিয়ে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। এর আগেও একাধিকবার বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার হকের একটা টাকাও দেয়নি বিজেপি সরকার। এবার আরও একবার বাংলার বকেয়া (dues) নিয়ে দিল্লিতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও দিল্লিতে নয়া দলীয় দফতরের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে নেত্রীর। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে।

বাংলার বকেয়া (dues) নিয়ে কলকাতা থেকে দিল্লির বুকেও তৃণমূলের আন্দোলন আছড়ে পড়েছিল। কলকাতায় ধর্না হয়েছে। দিল্লিতে আন্দোলন করতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) একাধিক সংসদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পরেও বকেয়া মেলেনি। একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা (বাংলার বাড়ি প্রকল্পে) মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। যা আদতে দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা হয়েছে। যার প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। এবার ফের প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে দরবার করতে চলেছেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার বকেয়া নিয়ে দরবার করার পরেও যদি তা না মেলে ফের বাংলার মানুষের কাছে মুখ পুড়বে বিজেপির। যে বিজেপি নেতারা এখনই নির্বাচনের প্রস্তুতিতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন, তাঁদের এবার যে আরও কড়া প্রশ্নের মুখে পড়তে হবে বাংলার বকেয়া নিয়ে, তা বলাই বাহুল্য।

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version