Tuesday, November 11, 2025

রাজধানীতে শুটআউট! পুলিশের উপর গুলি চালিয়ে আহত ২ দুষ্কৃতী

Date:

অমিত শাহর স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপস্থিতিতে অনেকাংশে প্রমাণিত হয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের (Delhi Police) ব্যর্থতায় শুট আউট (shootout) রাজধানীর রাস্তায়। সরাসরি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা পুলিশের গুলিতে (bullet injury) আহত দুই দুষ্কৃতী।

লাগাতার দুদিন ধরে, দিল্লির বিভিন্ন এলাকার শুট আউটের ঘটনা ঘটছে। রাজধানীতে দুষ্কৃতী দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে পুলিশকেও তারা পরোয়া করছে না। দুটি ঘটনায় ২ অভিযুক্তকে ধরতে গিয়ে ৩ জুন দুটি শুট আউটের ঘটনা ঘটে দিল্লির কালিন্দি কুঞ্জ ও জয়েতপুর এলাকায়। তবে শুট আউটের খেলা আরও বাড়ে বুধবার মধ্যরাত পর্যন্ত।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির শেখ সরাই (Sheikh Sarai) রেড লাইট এলাকায় সিএনজি পাম্পের কাছে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। তারা বাইকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। অন্তত ৫ রাউন্ড গুলি (five round bullet) চলে বলে দাবি পুলিশের। পুলিশের গুলিতে আহত হয় দুই দুষ্কৃতী। দুজনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুষ্কৃতীরা ১৫ মে দিল্লির ছত্তারপুরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করায় অভিযুক্ত ছিল বলে দাবি দিল্লি পুলিশের (Delhi Police)। গ্রেফতার দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম দীপক, অন্যজন তার সাকরেদ। একদিকে রাজধানীতে প্রকাশ্যে খুন, অন্যদিকে খুনে অভিযুক্তকে ধরতে দেশের রাজধানীতে প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনা। এভাবে পুলিশের উপর গুলি চালানোর ঘটনা দেশের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে ধরেছে।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version