Thursday, August 28, 2025

অমিত শাহর স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপস্থিতিতে অনেকাংশে প্রমাণিত হয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের (Delhi Police) ব্যর্থতায় শুট আউট (shootout) রাজধানীর রাস্তায়। সরাসরি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা পুলিশের গুলিতে (bullet injury) আহত দুই দুষ্কৃতী।

লাগাতার দুদিন ধরে, দিল্লির বিভিন্ন এলাকার শুট আউটের ঘটনা ঘটছে। রাজধানীতে দুষ্কৃতী দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে পুলিশকেও তারা পরোয়া করছে না। দুটি ঘটনায় ২ অভিযুক্তকে ধরতে গিয়ে ৩ জুন দুটি শুট আউটের ঘটনা ঘটে দিল্লির কালিন্দি কুঞ্জ ও জয়েতপুর এলাকায়। তবে শুট আউটের খেলা আরও বাড়ে বুধবার মধ্যরাত পর্যন্ত।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির শেখ সরাই (Sheikh Sarai) রেড লাইট এলাকায় সিএনজি পাম্পের কাছে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। তারা বাইকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। অন্তত ৫ রাউন্ড গুলি (five round bullet) চলে বলে দাবি পুলিশের। পুলিশের গুলিতে আহত হয় দুই দুষ্কৃতী। দুজনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুষ্কৃতীরা ১৫ মে দিল্লির ছত্তারপুরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করায় অভিযুক্ত ছিল বলে দাবি দিল্লি পুলিশের (Delhi Police)। গ্রেফতার দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম দীপক, অন্যজন তার সাকরেদ। একদিকে রাজধানীতে প্রকাশ্যে খুন, অন্যদিকে খুনে অভিযুক্তকে ধরতে দেশের রাজধানীতে প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনা। এভাবে পুলিশের উপর গুলি চালানোর ঘটনা দেশের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে ধরেছে।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version