Tuesday, November 11, 2025

রাজধানীতে শুটআউট! পুলিশের উপর গুলি চালিয়ে আহত ২ দুষ্কৃতী

Date:

অমিত শাহর স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপস্থিতিতে অনেকাংশে প্রমাণিত হয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের (Delhi Police) ব্যর্থতায় শুট আউট (shootout) রাজধানীর রাস্তায়। সরাসরি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা পুলিশের গুলিতে (bullet injury) আহত দুই দুষ্কৃতী।

লাগাতার দুদিন ধরে, দিল্লির বিভিন্ন এলাকার শুট আউটের ঘটনা ঘটছে। রাজধানীতে দুষ্কৃতী দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে পুলিশকেও তারা পরোয়া করছে না। দুটি ঘটনায় ২ অভিযুক্তকে ধরতে গিয়ে ৩ জুন দুটি শুট আউটের ঘটনা ঘটে দিল্লির কালিন্দি কুঞ্জ ও জয়েতপুর এলাকায়। তবে শুট আউটের খেলা আরও বাড়ে বুধবার মধ্যরাত পর্যন্ত।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির শেখ সরাই (Sheikh Sarai) রেড লাইট এলাকায় সিএনজি পাম্পের কাছে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। তারা বাইকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। অন্তত ৫ রাউন্ড গুলি (five round bullet) চলে বলে দাবি পুলিশের। পুলিশের গুলিতে আহত হয় দুই দুষ্কৃতী। দুজনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুষ্কৃতীরা ১৫ মে দিল্লির ছত্তারপুরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করায় অভিযুক্ত ছিল বলে দাবি দিল্লি পুলিশের (Delhi Police)। গ্রেফতার দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম দীপক, অন্যজন তার সাকরেদ। একদিকে রাজধানীতে প্রকাশ্যে খুন, অন্যদিকে খুনে অভিযুক্তকে ধরতে দেশের রাজধানীতে প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনা। এভাবে পুলিশের উপর গুলি চালানোর ঘটনা দেশের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে ধরেছে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version