Tuesday, August 26, 2025

সরকারি জমিতে বেআইনি দখল রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, চার জেলায় শুরু হচ্ছে সমীক্ষা

Date:

সরকারি জমিতে বেআইনি দখলদারি রুখে আবাসন প্রকল্পের জন্য ব্যবহারের উদ্দেশ্যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। হাউসিং বোর্ড সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি ও হুগলি—এই চার জেলায় মোট ৬১.০৮৭ একর জমির উপর সমীক্ষা চালানো হবে। ইতিমধ্যে ‘টপোগ্রাফিক’ ও ‘কনট্যুর’ সমীক্ষার জন্য দরপত্র ডাকা হয়েছে।

রাজ্য হাউসিং বোর্ডের এক আধিকারিক জানান, এই সমীক্ষার প্রধান উদ্দেশ্য জমির সঠিক ব্যবস্থাপনা, অবৈধ দখলদারি প্রতিহত করা এবং গৃহনির্মাণ প্রকল্পের রাস্তাকে মসৃণ করে তোলা। দক্ষিণ ২৪ পরগনার দুটি জমি (৩.৬৭৭ একর ও ২৩.০৩৯ একর), পশ্চিম বর্ধমানের ২১.৩৬১ একর, জলপাইগুড়ির ৮.২২ একর এবং হুগলির ৪.৭৯ একর জমিতে এই সমীক্ষা চালানো হবে।

উন্নত প্রযুক্তি ব্যবহার করে ‘টোটাল স্টেশন’ এবং ‘ডিফারেনশিয়াল জিপিএস’-এর সাহায্যে জমির নির্ভুল ম্যাপিং ও কনট্যুর ম্যাপ তৈরি করা হবে। এছাড়াও ড্রেনেজ এবং পরিকাঠামো পরিকল্পনার জন্য আউটফল পয়েন্ট নির্ধারণের কাজও করা হবে।

এছাড়াও, জমির খতিয়ান ও মৌজা ম্যাপের সঙ্গে মিলিয়ে নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের সহযোগিতায় এই সমীক্ষা সম্পন্ন হবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে জমি নিয়ে বিরোধ বা স্থানীয় বাধা এড়াতে প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকবে।

রাজ্য সরকার তিন মাসের মধ্যে এই সমীক্ষা শেষ করতে চায়। অন্যদিকে, নিউটাউন-রাজাহাট এলাকায় থাকা ৩৪টি ফাঁকা জমি কীভাবে গৃহনির্মাণে ব্যবহার করা যেতে পারে, তা জানতে বাজারের চাহিদা ও জমির মূল্য বিচার করে পৃথক সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাউসিং বোর্ড।

এই উদ্যোগের ফলে অব্যবহৃত জমিগুলি যথাযথভাবে কাজে লাগিয়ে রাজ্যে নতুন আবাসন হাব তৈরির পথে অগ্রসর হওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – প্লাস্টিক দূষণ প্রতিরোধ: বিশ্ব পরিবেশ দিবসে বার্তা দিলেন মন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version