Friday, November 7, 2025

শোক প্রকাশ বিরাট-সচিনদের, ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা RCB-র

Date:

বেঙ্গালুরুতে(Bangalore) মর্মান্তিক ঘটনা। আরসিবির(RCB) বিজয় উৎসব ঘিরে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রাণ হারিয়েছেন ১২ জন। সেইসঙ্গে গুরুতর আহত হয়ে ৩৩ জন হাসপাতালে ভর্তি। আনন্দের মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই বদলে গিয়েছিল চরম বিষাদে। আর এই ঘটনাতেই হতবাক যেমন গোটা ক্রিকেট মহল। তেমনই শোকাহত বিরাট কোহলি(Virat Kohli) থেকে সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) সহ ভারতীয় দলের অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা। অন্যদিকে চাপের মুখে শেষপর্যন্ত আর্থিক ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

প্রথমবার আরসিবির(RCB) চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই আনন্দের মুহূর্তটাই বদলে গিয়েছিল চূড়ান্ত বিষন্নতায়। এমন ঘটনাটা মেনে নিতে পারছেন না বিরাট কোহলি(Virat Kohli), সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) থেকে যুবরাজ, শিখর ধওয়ানরা।

সেদিন মাঠে উপস্থিত ছিলেন বিরাট কোহলি। স্টেডিয়ামর বাইরে এই ঘটনা হওয়ার খবর যখন তিনি পান কার্যত ভেঙে পড়েছেন বিরাট কোহলি। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “বলার মতো ভাষা নেই, হৃদয়বিদারক একটি ঘটনা”।

সচিন তেন্ডুলকর লিখেছেন, “বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা ট্র্যাজিডিরও ওপরে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে আমার হার্দিক সহানুভূতি। সকলকেই এখন শক্ত হতে হবে”।

সচিনের পাশাপাশি একই কথা শিখর ধওয়ানের মুখেও। তিনি নিজেও শোকাহত এই বিষয়ে। শিখর ধওয়ান জানিয়েছেন, “বেঙ্গালুরুর ভিকট্রি প্যারেডে পদপিষ্ট হওয়ার এই ঘটনায় আমি মর্মাহত”।

যুবরাজ সিং সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “সেলিব্রেশন যদি এমন একটা দুঃখের মুহূর্তে পরিণত হয় তাহলে আর কিছুই বলার মতো ভাষা নেই”।

অন্যদিকে এমন ঘটনার পর থেকেই আরসিবিকে নিয়ে সকলে সরব হয়েছে। কেন আরসিবি জোর করে এমন ভিকট্রি প্যারেড করতে চাইল তা নিয়েই সুর চড়াতে শুরু করেছিল সকলে। এমন পরিস্থিতিতেই মৃতদের পরিবারের জন্য এবার আর্থিক সাহায্য ঘোষণা আরসিবিরও। ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল আরসিবি।

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version