Thursday, November 13, 2025

দলীয় সাংসদ মহুয়াকে বিয়ের শুভেচ্ছা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের

Date:

দলীয় সাংসদ মহুয়া মৈত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চুপিসারেই জার্মানির বার্লিন রাজপ্রাসাদে বিয়ে করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও পুরীর প্রাক্তন সাংসদ BJD নেতা পিনাকী মিশ্র। সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে জানান মহুয়া। তাঁর পোস্ট রিটুইট করে তাঁকে সুখী জীবনের জন্য শুভকামনা জানান অভিষেক।

নিজের এক্স হ্যান্ডেল অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”আন্তরিক অভিনন্দন! এক নতুন অধ্যায়ের সূচনা করার জন্য আপনাদের দু’জনকেই আজীবন সুখ ও মজবুত দাম্পত্যের শুভেচ্ছা জানাই।” বিশেষ দিনে বিরোধীদলের নেতা-নেত্রীকেও শুভেচ্ছা জানান অভিষেক। এর আগে বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের বিয়ের খবরেও শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

চুপিসারে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া। পাত্রও রাজনৈতিক ব্যক্তিত্ব- পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে গাঁটছড়া বাঁধেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পিনাকীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মহুয়ার। ঘনিষ্ঠমহল তাঁদের বিয়ের কথা জানত। ৫১ বছরের মহুয়া ও ৬৫ বছরের পিনাকী দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। ভিড় এড়িয়ে জার্মানির প্রাচীন বার্লিন প্রাসাদের ছাদে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করলেন তাঁরা। বিয়ে হয় ৩ মে। একমাস পরে বৃহস্পতিবার তাঁদের বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মহুয়ার পরনে পিচ গোলাপি ও সোনালি জরির কাজ করা শাড়ি। চওড়া হার, দুল, টিকলিতে আরও সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। পিনাকীর পরনে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট।

মহুয়া মৈত্রের বিয়ের খবরে দলমত নির্বিশেষে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এবার তৃণমূল সাংসদকে শুভেচ্ছা জানালেন স্বয়ং দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও খবরদূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা কলকাতা, স্বীকৃতি কেন্দ্রের: জানালেন ফিরহাদ

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version