Wednesday, November 5, 2025

বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে সাসপেন্ড পুলিশ কমিশনার, আরসিবি কর্তাদের গ্রেফতারির নির্দেশ!

Date:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএল খেতাব জয়ের সেলিব্রেশানে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হলো বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে (CP, Bengaluru Police)। পাশাপাশি আরসিবির প্রতিনিধি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (Karnataka State Cricket Association) কর্তাদেরও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah, Chief Minister of Karnataka)! পাশাপাশি এই ঘটনার জেরে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার কথাও বলা হয়েছে।

সতেরো বছরের অপেক্ষার পর আঠারোতম বছরে গিয়ে আইপিএলের কাপ (IPL 2025) উঠেছে আরসিবির হাতে। আবেগ উচ্ছ্বাস প্রথম থেকেই ছিল বাঁধনছাড়া, কিন্তু তার পরিণতি এত মর্মান্তিক হতে পারে সে কথা কেউ কল্পনা করতে পারেননি।মঙ্গলবার ফাইনালে জেতার পর বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের খবর মিলেছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা যাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রিকেট নক্ষত্ররা ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন। প্রশ্ন উঠছে, পুলিশের অনুমতি ছাড়া কীভাবে ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া পোস্টে বিজয় মিছিলের কথা ঘোষণা করা হল? কী করে এতটা দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারলেন আরসিবি কর্তারা? কর্নাটক সরকারের (Karnataka Government) তরফ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্তব্যে অবহেলার অভিযোগে এই বিজয় মিছিলের আয়োজক সংস্থাগুলির প্রতিনিধিদের অবিলম্বে গ্রেফতার করা হবে। আরসিবির কর্তাদের পাশাপাশি যে ইভেন্ট ম্যানেজমেন্ট এই অনুষ্ঠানের দায়িত্বে ছিল তাদেরও তদন্তের আওতায় আনা হয়েছে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version