আইপিএলে (IPL) নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণ করার পর, এবার ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল (KL Rahul)। শুক্রবার থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের (India A Team) দ্বিতীয় বেসরকারি টেস্ট শুরু হয়েছে। যশস্বীর সঙ্গে রাহুলকেই ওপেন করতে পাঠানো হয়। জয়সওয়াল ব্যর্থ হলেও সফল ভারতের উইকেট কিপার ব্যাটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস (DC) প্লে-অফে না যেতে পারলেও রাহুল নিজের খেলার যে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন, সেই একই ফর্ম দেখা গেল ব্রিটিশ ভূমিতেও। দিনের শেষে সাত উইকেট হারিয়ে ৩১৯ রান করেছে ভারতীয় এ দল।
লাল বলের ক্রিকেটে রাহুল (KL Rahul) যে নিঃসন্দেহে নির্ভরযোগ্য ওপেনার এ কথা আগেই আলোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচদিনের টেস্ট (India- England Test Series) শুরুর আগে প্রথম একাদশে ওপেনার হিসেবে নিজের জায়গা শক্ত করলেন রাহুল।তাঁর এই ব্যাটিং মেজাজ নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শুভমন গিলকে (Shubman Gill)। আগের ম্যাচে যশস্বীর সঙ্গে ওপেন করেছিলেন অভিমন্যু ঈশ্বরন। এই ম্যাচে দুজনেই ব্যর্থ।চতুর্থ উইকেটে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন করুণ নায়ার। তবে বৃষ্টির কারণে প্রথম সেশনে বেশ কিছুটা সময় নষ্ট হয়। অর্ধশতরানের পরই খেলার মেজাজ বদলে আগ্রাসী ভূমিকায় দেখা যায় রাহুলকে। শেষ সেশন শুরু হতেই দ্রুত শতরান করেন। ১৬৮ বলে ১১৩ রান করে দলকে মোটামুটি একটা নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেন ভারতের উইকেটকিপার ব্যাটার। রাহুল আউট হয়ে যাবার পর ইংল্যান্ডের পিছে ভালো ব্যাট করেন ধ্রুব জুরেল। যদিও অর্ধশতরানের পরই বোল্ড আউট হয়ে যান তিনি। আজ দ্বিতীয় দিনে ভারতের বোলিং শক্তির পরীক্ষা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
