Friday, December 12, 2025

ইংল্যান্ডের মাঠে নেমেই সেঞ্চুরি রাহুলের, টেস্ট শুরুর আগে স্বস্তিতে গম্ভীর- গিল

Date:

আইপিএলে (IPL) নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণ করার পর, এবার ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল (KL Rahul)। শুক্রবার থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের (India A Team) দ্বিতীয় বেসরকারি টেস্ট শুরু হয়েছে। যশস্বীর সঙ্গে রাহুলকেই ওপেন করতে পাঠানো হয়। জয়সওয়াল ব্যর্থ হলেও সফল ভারতের উইকেট কিপার ব্যাটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস (DC) প্লে-অফে না যেতে পারলেও রাহুল নিজের খেলার যে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন, সেই একই ফর্ম দেখা গেল ব্রিটিশ ভূমিতেও। দিনের শেষে সাত উইকেট হারিয়ে ৩১৯ রান করেছে ভারতীয় এ দল।

লাল বলের ক্রিকেটে রাহুল (KL Rahul) যে নিঃসন্দেহে নির্ভরযোগ্য ওপেনার এ কথা আগেই আলোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচদিনের টেস্ট (India- England Test Series) শুরুর আগে প্রথম একাদশে ওপেনার হিসেবে নিজের জায়গা শক্ত করলেন রাহুল।তাঁর এই ব্যাটিং মেজাজ নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শুভমন গিলকে (Shubman Gill)। আগের ম্যাচে যশস্বীর সঙ্গে ওপেন করেছিলেন অভিমন্যু ঈশ্বরন। এই ম্যাচে দুজনেই ব্যর্থ।চতুর্থ উইকেটে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন করুণ নায়ার। তবে বৃষ্টির কারণে প্রথম সেশনে বেশ কিছুটা সময় নষ্ট হয়। অর্ধশতরানের পরই খেলার মেজাজ বদলে আগ্রাসী ভূমিকায় দেখা যায় রাহুলকে। শেষ সেশন শুরু হতেই দ্রুত শতরান করেন। ১৬৮ বলে ১১৩ রান করে দলকে মোটামুটি একটা নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেন ভারতের উইকেটকিপার ব্যাটার। রাহুল আউট হয়ে যাবার পর ইংল্যান্ডের পিছে ভালো ব্যাট করেন ধ্রুব জুরেল। যদিও অর্ধশতরানের পরই বোল্ড আউট হয়ে যান তিনি। আজ দ্বিতীয় দিনে ভারতের বোলিং শক্তির পরীক্ষা।

 

Related articles

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে আজই ছুটি পাচ্ছেন নচিকেতা! 

হৃদরোগের সমস্যা নিয়ে আচমকাই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। পরীক্ষা করতেই...

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...
Exit mobile version