Friday, December 12, 2025

বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ডে এবার কোহলির বিরুদ্ধে এফআইআর!

Date:

প্রথমবার আইপিএল (IPL 2025) খেতাব জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আনন্দের রেশ নিমেষেই শেষ। বেঙ্গালুরুতে ‘ভিকট্রি সেলিব্রেশনে’ পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় বিপাকে আরসিবি (Royal Challengers Bengaluru) কর্তারা। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং হেডকে গ্রেফতার করা হয়েছে। এবার আশঙ্কা সত্যি করে এফআইআর (FIR) হল বিরাট কোহলির (Virat Kohli) নামে।

আরসিবি ফ্যানেদের কাছে কিং কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা প্রশ্নাতীত। কোহলি অ্যান্ড কোং যখন কাপ নিয়ে চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত, এখন স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা।পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। এরপর প্রশ্ন উঠতে শুরু করে, বাইরে যখন স্বজনহারাদের কান্না, তখন ভিতরে কীভাবে আরসিবি’র ভিক্ট্রি ল্যাপ চলছে! RCB ফ্যানেরা যাঁকে ‘ভগবান’ মনে করেন সেই বিরাট (VK) কি এই সংক্রান্ত কোনও খবরই পাননি? কোহলি তো জানতেন তাঁকে দেখার উন্মাদনা কতটা, তাহলে কি RCB-র এই অনুষ্ঠান নিয়ে কর্তাদের সঙ্গে একবার কথা বলতে পারতেন না ক্রিকেটার? সোশ্যাল মিডিয়ায় এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারেও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার স্মৃতি উস্কে অনেকে বিরাটের (Virat Kohli) বিরুদ্ধে পদক্ষেপের দাবিও করেন। এরপরই জানা যায় বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় আরসিবির প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ এই অভিযোগ করে বলেন, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন! ১১ জন নিরীহ অনুরাগীদের মৃত্যুর দায় তিনি অস্বীকার করতে পারেন না। বেঙ্কটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত সপরিবারে দেশের বাইরে রয়েছেন বিরাট কোহলি। তাই এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

-.-

 

Related articles

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...
Exit mobile version