দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) আসতে এখনও বাকি এক সপ্তাহ, হাঁসফাঁস করছে আমজনতা। সূর্য অস্ত যেতেই যতই ঝোড়ো হাওয়া আর বিক্ষিপ্ত বৃষ্টি নামুক না কেন, তীব্র গরম থেকে আপাতত রেহাই নেই। বরং আশংকা বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো, উইকেন্ডে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে!
শুক্রবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড় বৃষ্টির খবর মিলেছে। তাতে রাতের দিকে তাপমাত্রা দু- তিন ডিগ্রি কমলেও আজ থেকে দক্ষিণবঙ্গে গরম অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে চড়বে পারদ। বৃহস্পতিবারের আগে হাওয়া বদলের সম্ভাবনা নেই। বরং ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। উত্তরের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টি আপাতত অতীত। বিক্ষিপ্ত বৃষ্টিতে খুব একটা স্বস্তি মিলবে না। আজ দার্জিলিং- কালিম্পং- জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার সকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে ছবিটা পুরো বদলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে।আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা ২৭-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
