Thursday, November 20, 2025

স্বাস্থ্যমন্ত্রী না সামন্তপ্রভু! গোয়ায় হাসপাতালে ঢুকে চিকিৎসকের সঙ্গে অভব্যতা

Date:

কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিটি বিরোধী দল পরিচালিত রাজ্যগুলিকে ইচ্ছামতো ব্যবহার করে, ঠিক সেই মানসিকতাই ফুটে ওঠে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বিজেপির নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন, তার ছবি ফুটে উঠেছে গোয়ার (Goa) স্বাস্থ্যমন্ত্রীর (health minister) আচরণে। হাসপাতালে ঢুকে এক সিনিয়র চিকিৎসককে ভর্ৎসনা করার পাশাপাশি প্রকাশ্যে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। কোনও রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি ওই সিনিয়র চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আবার ভাইরালও (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) করা হয় বিজেপি আইটি সেলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। এই ঘটনায় বিজেপি মন্ত্রীর সামন্তপ্রভুর (feudal) মতো আচরণের কড়া সমালোচনা তৃণমূল কংগ্রেসের। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে আইএমএ-ও (IMA)।

গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক সাংবাদিকের আত্মীয়ার অভিযোগ পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। সোজা ওয়ার্ডে ঢুকে গিয়ে চিৎকার করতে থাকেন। হাসপাতালের সিএমও-কে ডেকে নিয়ে সেইভাবেই সকলের সামনে ভর্ৎসনা চালিয়ে যেতে থাকেন স্বাস্থ্যমন্ত্রী (health minister) রানে (Vishwjit Rane)। পরে সেখানেই তাঁকে সাসপেন্ড করার ঘোষণা করে দেন।

গোটা ঘটনায় বিজেপির মন্ত্রীর যে আচরণ প্রকাশ্যে এসেছে তার সমালোচনায় বাংলার শাসকদল। তৃণমূলের দাবি, গোয়ার (Goa) স্বাস্থ্যমন্ত্রী যেভাবে দ্রুত হাসপাতালে ঢুকে আসেন এবং একজন চিকিৎসককে সাসপেন্ড করেন তা সামন্তপ্রভুর (feudal) মতো আচরণ। এই ঘটনায় সংবাদ মাধ্যম নীরব। আইএমএ তাকায়নি। তবে মোদি জমানায় এটাই বিজেপির সংস্কৃতি: প্রকাশ্যে হেনস্তা, শূন্য গ্রহণযোগ্যতা। সেই সঙ্গে তৃণমূলের প্রশ্ন, এই একই রকম কড়া মনোভাব তিনি দেখাতে পারবেন তো, যখন ক্ষেত্রটা দুর্নীতিগ্রস্ত আমলাদের হবে, না কী এটা শুধুই অধঃস্তন কর্মীর বিরুদ্ধে তাঁর ফাঁকা বাহাদুরি?

একাংশের দাবি, সাংবাদিকের আত্মীয়ার একটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন দিতে দেরি হওয়ায় সাংবাদিক যোগাযোগ করেন সরাসরি মন্ত্রীর সঙ্গে। সেই ফোন পেয়েই সরকারি হাসপাতালের অধঃস্তন কর্মীর উপর বীরত্ব দেখাতে ছুটে আসেন স্বাস্থ্য মন্ত্রী রানে (Viswajit Rane)। তবে একাধিক রাজনৈতিক দলের সমালোচনার পরে নড়ে চড়ে বসে আইএমএ (IMA)। অবিলম্বে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সঙ্গে মন্ত্রীর আচরণকে ‘নিয়ম ভাঙা’ আচরণ বলেও দাবি করে আইএমএ।

Related articles

আর ৬০০ কোটির ছবি নয়! নতুন প্রতিভাদের ক্ষমতায়ন চান দীপিকা

বড় বাজেটের ছবির শিরোনাম হওয়ার চেয়ে নতুন প্রতিভার ক্ষমতায়নে বেশি মনোযোগী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক...

আতঙ্কের নাম এসআইআর! রেললাইনে ঝাঁপ বৃদ্ধের, কাটা গেল পা

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার...

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...
Exit mobile version