Thursday, November 20, 2025

বাগদান পর্ব সম্পন্ন রিঙ্কু সিংয়ের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল

Date:

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি শুরু রিঙ্কু সিং(Rinku Singh)। গতবছরই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের(Priya Saroj) সঙ্গে তাঁর সম্পর্কের কথাটি সকলের সামনে আসে। রবিবার এক পাঁচতারা হোটেলে বাগদান সারলেন রিঙ্কু এবং প্রিয়া। কয়েকজন বিশেষ অতিথিরা ছাড়া একেবারেই পারিবারিক সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পূর্ণ হল নাইট রাইডার্সের(KKR) তারকা ক্রিকেটারের।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সময়টা খুব একটা ভাল যায়নি রিঙ্কু সিংয়ের(Rinku Singh)। যদিও এর আগে ভারতীয় দলের জার্সি থেকে নাইট শিবিরের জার্সিতে রিঙ্কু ছিলেন দুরন্ত ফর্মে। এই বছরের শুরুতেই তাদের সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন রিঙ্কু সিং। এবার শুরু বিয়ের তোড়জোড়। তাদের বাগদানের ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি।

রবিবার সকালে উত্তর প্রদেশের বুলান্দশহরের বিচিত্রা দেবীর মন্দিরে একসঙ্গে গিয়েছিলেন রিঙ্কু(Rinku Singh) এবং প্রিয়া(Priya Saroj)। সেখানে ভগবানের থেকে আশীর্বাদ নিয়েই একসঙ্গে আসেন অনুষ্ঠানের জায়গায়। দুজনের পোশাকও এদিন ছিল একেবাকে ম্যাচিং। সাজা এবং গোলাপী রঙয়ের পোশাকেই উপস্থিত গয়েছিলেন রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ। তাদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড সহ সভাপতি রাজীব শুক্লা, জয়া বচ্চন সহ অন্যান্য পারিবারিক সদস্যরা।

আমন্ত্রিতদের তালিকা ছিল ৩০০ জনের। হোটেল কর্তৃপক্ষর তরফে সমস্ত রকম ব্যবস্থাই করা হয়েছিল তাদের জন্য। এমন হেভিওয়েটদের বাগদান ঘিরে হোটেলের ব্যবস্থা সম্বন্ধে খোঁজ নিলে তারা যে তৈরি সেই কথাই জানানো হয়। এই হোটেলেই হয়েছিল জু-২০ সামিট। নিরাপত্তা থেকে ব্যবস্থাপনা সমস্ত দিক বিচার করেই এই হোটেল বেছে নিয়েছিলেন রিঙ্কু এবং প্রিয়া। বাগদান তো হয়ে গেল। এবার শুধুই রিঙ্কু ও প্রিয়াকে বিয়ের সাজে দেখার অপেক্ষায় সকলে।

Related articles

আর ৬০০ কোটির ছবি নয়! নতুন প্রতিভাদের ক্ষমতায়ন চান দীপিকা

বড় বাজেটের ছবির শিরোনাম হওয়ার চেয়ে নতুন প্রতিভার ক্ষমতায়নে বেশি মনোযোগী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক...

আতঙ্কের নাম এসআইআর! রেললাইনে ঝাঁপ বৃদ্ধের, কাটা গেল পা

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার...

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...
Exit mobile version