Thursday, November 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টের প্রস্তুতি শুরু ভারতের(Indian Cricket Team)। প্রথম দিন থেকেই ফিল্ডিংয়ের দিকে বাড়তি নজর শুভমন গিলের(Shubman Gill)। সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতাতেই ভারতীয় দলের ফিল্ডিংয়ে নিয়ে বারবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) নামার আগে সেই দিতেই বেশি নজর ভারতীয় দলের। প্রথম দিন প্রস্তুতিতে নেমেই দীর্ঘক্ষণ সময় ফিল্ডিং প্রস্তুতিতে কাটালেন ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)।

রোহিত শর্মার পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। প্রথম দায়িত্বেই কঠিন চ্যালেঞ্জ তার সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দিয়েই অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের। প্রথম দিন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু ভারতীয় দলের ক্রিকেটারদের।

এই দলে তারুণ্যের আধিক্য বেশি। সেখানে ঋষভ পন্থ(Rishabh Pant) থেকে শুভমন গিলদের বেশীক্ষণ সময়ই কাটাতে দেখা গেল ফিল্ডিংয়ের প্রস্তুতিতে। মাঠে ইন্ডোরে কিছুক্ষণ ফুটবল খেলাও চলে ভারতীয় ক্রিকেটারদের। সেইসঙ্গে সকলের নজর রয়েছে ভারতীয় দলের নতুন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কোনওরকম খামতিই রাখতে নারাজ ভারতীয় শিবির।

এবারের আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে বেশ সাফল্যের সঙ্গে পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সম্প্রতি টেস্ট তাঁর পারফরম্যান্স নিয়েও নানান আলোচনা চলছে। শুভমন গিলও অত্যন্ত সতর্ক সেই দিকে। এগিন থেকেই মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরারাও নেমে পড়েছেন বোলিং প্রস্তুতিতে।

আগামী ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।

Related articles

আতঙ্কের নাম এসআইআর! রেললাইনে ঝাঁপ বৃদ্ধের, কাটা গেল পা

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার...

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর...
Exit mobile version