Thursday, November 20, 2025

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, উত্তরবঙ্গে দাঁড়িয়ে একের পর এক ট্রেন

Date:

রেল দুর্ভোগ যেন মিটতেই চাইছে না। রেলে সফর প্রতিদিন সাধারণ মানুষের কাছে বিভীষিকা তৈরি করছে। তার সাম্প্রতিক উদাহরণ উত্তরবঙ্গের নকসালবাড়ির (Naxalbari) কাছে শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসের (Siliguri-Katihar Intercity Express) ইঞ্জিনের বিকল হয়ে যাওয়া। যার জেরে উত্তরবঙ্গে একের পর এক ট্রেন দাঁড়িয়ে গিয়ে দুর্ভোগের শিকার রেলযাত্রীরা।

রবিবার দুপুরে ৩টে নাগাদ ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি থেকে নকসালবাড়িতে পৌঁছায়। নকসালবাড়ি (Naxalbari) ছেড়ে কিছুটা এগোনোর পরই বিকল হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন (engine)। খবর দেওয়া হয় নকসালবাড়ি স্টেশনে। সেখান থেকে ট্রেনটিকে মেরামতির ব্যবস্থা শুরু করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও রেলের কর্মীরা।

তবে তার মধ্যেই ভেঙে পড়ে রেলের পরিষেবা। বাগডোগরায় আটকে পড়ে মহানন্দা এক্সপ্রেস। মাঝপথে আটকে যায় ক্যাপিটাল এক্সপ্রেস। অন্যদিকে দুর্ভোগের শিকার হন কাটিহারগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীরা। গরমে ট্রেন থেকে নেমে তাঁরা মাঠেই অপেক্ষা করতে থাকেন মেরামতির। নকসালবাড়ি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় দুঘণ্টা পেরিয়ে গেলেও ইঞ্জিন স্বাভাবিক হয় না। রেলের তরফ থেকে শিলিগুড়ি থেকে অন্য ইঞ্জিন (engine) এনে ট্রেনটিকে নকসালবাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তার ফলে অন্তত অন্যান্য ট্রেনগুলিকে পার করে দেওয়ার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ।

Related articles

আতঙ্কের নাম এসআইআর! রেললাইনে ঝাঁপ বৃদ্ধের, কাটা গেল পা

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার...

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর...
Exit mobile version