সোমবার সাতসকালে নিউটাউনের ভাড়া বাড়ি থেকে বিএসএফ (BSF) জওয়ান সূর্যকান্ত দাসের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ৩৮ বছর বয়সী জওয়ান আদতে ওড়িশার বাসিন্দা। মাসখানেক আগে নিউটাউন থানা (NewTown Police Station) এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সকালে ডাকাডাকি করে সাড়া না মেলায় পরিবারের লোকেরা পুলিশের খবর দেয়। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে পরিবারের উদ্দেশ্যে বার্তা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি মানসিক চাপের কথা উল্লেখ করেছেন জওয়ান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশের পাশাপাশি বিএসএফ আধিকারিকরাও রয়েছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–