Thursday, November 20, 2025

গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! অশোকনগরে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতি, জখম প্রায় ৭

Date:

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। রবিবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকায় বিজেপির এক সাংগঠনিক বৈঠক চলাকালীন তীব্র উত্তেজনা ছড়াল। জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতেই দলীয় কর্মীদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি, যা পরিণত হয় মারপিট ও ভাঙচুরে।

সূত্রের খবর, অশোকনগরের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার জানতে চান, কেন চারটি মন্ডলের মধ্যে একজন মহিলা মন্ডল সভাপতি করা হয়নি এবং কেন কিছু নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছেন—এই প্রশ্ন তোলার পরই শুরু হয় বিবাদ। অভিযোগ, প্রদীপ ও তাঁর সমর্থকদের উপর চড়াও হন বিজেপির অপর একটি গোষ্ঠীর সদস্যরা। চলে ব্যাপক মারধর, ভাঙচুর হয় চেয়ার। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৬-৭ জন বিজেপি কর্মী জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ। আহতদের স্থানীয় রাজ্য সাধারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দার কোনো মন্তব্য করেননি। তবে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কটাক্ষ, “ওদের যদি এতই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তাহলে পুলিশ প্রোটেকশন নিয়েই মিটিং করা উচিত।” ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, তীব্র অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন – দাদাভাই সংঘের খুঁটিপুজোয় জমজমাট উপস্থিতি, ঢাকে পড়ল পুজোর সূচনা সুর

_

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...
Exit mobile version