দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে, গরম আর আর্দ্রতায় দক্ষিণবঙ্গ জুড়ে হাঁসফাঁস অবস্থা কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পরিস্থিতি প্রতিকূল থাকার জন্য উত্তরবঙ্গেই আটকে রয়েছে বর্ষা।আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার (Monsoon ) সম্ভাবনা কম। এখানেই শেষ নয়, উত্তরের দার্জিলিং -কালিম্পং জেলায় স্বাভাবিকের থেকে যথেষ্ট উপরে তাপমাত্রা। রোদের তীব্রতা এড়াতে ছাতা মাথায় ঘুরতে হচ্ছে পর্যটকদের। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
ঝড়-বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে চড়ছে উষ্ণতার পারদ। হাওয়া অফিস বলছে আগামী ১২ জুন বর্ষা ঢোকার সম্ভাবনা ক্ষীণ। উল্টে বাড়বে গরম। বাতাসের গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ এই মুহূর্তে মৌসুমি বায়ুর অনুকূল নয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গজুড়েই অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল এলাকায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। শুক্রবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–