বিশ্বমঞ্চে পদার্থবিদ্যায় চমক ৩ বঙ্গ তনয়ের, মুখ উজ্জ্বল IISC-র

Date:

Share post:

মেধা থেকে কলা – বাংলার কৃতিত্ব বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রস্তুত সব বয়সি বাঙালি। তিন তরুণের সেরকমই কৃতিত্বে ফের দেশের মঞ্চ ছাড়িয়ে বিদেশের মাটিতে সেরার সারিতে বাঙালি। এবার কৃতিত্ব পদার্থ বিদ্যার (Physics) মঞ্চে।

পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করে বিজ্ঞান-দুনিয়ায় দেশের মান নতুন পর্যায়ে উত্তরণ করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) (IISc) চার পড়ুয়া। তার মধ্যে তাৎপর্যপূর্ণ ও গর্বের বিষয়, এই চারজনের মধ্যে তিনজনই বাঙালি। এই প্রথম ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস ফর কিক অ্যাস স্টুডেন্টস (প্ল্যাগঙ্কস) (PLANCKS-IAPS) প্রতিযোগিতায় এত ভাল ফলাফল দেখাল ভারত। ‘বিগ ব্যাং ব্রেন’-এর অধিকারী কৃতী বিজয়ীরা হলেন সুস্মিত রায়, সিমর নারুলা, অভিক দাস ও ঋতব্রত ঘোষ।

সেরার বীজ লুকিয়ে ছিল শুরুতেই। ২০২২ সালে মাধ্যমিকে (Madhyamik) চতুর্থ ও ২০২৪-এ উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলেন এই তিন রথীর অন্যতম অভিক দাস। রাজ্য জয়েন্টে র‍্যাঙ্ক ছিল সপ্তম। জয়েন্ট অ্যাডভান্সে সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিল ৬৯। দুর্ধর্ষ মেধাবী এই ছাত্র বর্তমানে আইআইএসসি (IISc) বেঙ্গালুরুতে পদার্থবিদ্যায় (Physics) ব্যাচেলর অফ সায়েন্স পড়ছেন।

একই শাখার পড়ুয়া ঋতব্রত ঘোষ। চাকদহের সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের প্রাক্তনী অতীতে একাধিক জাতীয় স্তরের পদার্থবিজ্ঞানের প্রতিযোগিতায় টপার হয়েছেন। সুস্মিত রায়ের পড়াশোনা কেন্দ্রীয় বিদ্যালয়ে। তিনজন পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা করে গবেষণায় যেতে চান। গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছিল চার ঘণ্টার কঠিনতম প্রতিযোগিতা। এবছর ২৯টি দেশের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। প্রথম হয়েছে ব্রিটেন। স্নাতক স্তরের পড়ুয়াদের কাছে থিওরিটিক্যাল ফিজিক্সের উপর এই প্রতিযোগিতা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ। এই রকম একটি কঠিন প্রতিযোগিতায় বাংলার ৩ মেধার স্বীকৃতি বাস্তবেই অত্যন্ত গর্বের বিষয়।

spot_img

Related articles

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

হামাসের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা! সমালোচিত কংগ্রেস সাংসদ

হামাস জঙ্গি গোষ্ঠীকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। উত্তরপ্রদেশের সাহারানপুরের...