Wednesday, November 5, 2025

বিধানসভার বক্তব্যকে বাইরে অসত্য পরিবেশন: শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব

Date:

বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে ভিতরের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করে প্রচারের আলোয় থাকার চেষ্টা চালিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। মুখ্যমন্ত্রীর নামে বিকৃত মন্তব্য করে মিথ্যা ভাসনে বাজার গরম করার যে খেলা বিরোধী দলনেতা চালিয়েছিলেন, বুধবার তার পাল্টা তাঁর নামে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব (privilege motion) আনল শাসকদল তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) স্পষ্ট করে দিলেন কেন স্বাধীকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার বিধানসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনার পরই বিধানসভায় (state assembly) শোরগোল শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে পেশ করা বিরোধী দলনেতার বক্তব্যে কেন স্বাধীকার ভঙ্গের নোটিশ, তা নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্ক তৈরির চেষ্টা করেন বিজেপি বিধায়করা।

এদিন বিজেপির সেই মিথ্যাচারের জবাব দিয়ে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, কোনও জায়গায় মুখ্যমন্ত্রী (Chief Minister) কখনও শত্রুদেশ, এখানে পাকিস্তানের পক্ষে কোনও কথা বলেননি। এমন কোনও অভিযোগ বিরোধী পক্ষরা যখন রাখছিল তখন তাঁরা রাখেননি। মুখ্যমন্ত্রী শুধুমাত্র সেননীদের কুর্নিশ জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। কোথাও শত্রুদেশের পক্ষে কথা বলেননি। এমনকি এটাও বলেছেন এই যে এই শত্রুদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জায়গায় দেওয়া হচ্ছে, তবে কী কোথাও কূটনৈতিক ব্যর্থতা রয়েছে। তার মানে কূটনৈতিক ব্যর্থতাকে দেখে নিয়ে ঠিক করার কথা বলেন।

অধিবেশনের পরে বিরোধী দলনেতার আচরণ নিয়ে মন্ত্রী বলেন, অবাক হয়ে দেখলাম, বিরোধী দলনেতা (Suvendu Adhikary) হাউসের ভিতরে এমন অভিযোগ করেননি। বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছেন। তারপরে আরও অনেক কিছু বলেছেন যা সংবাদ মাধ্যমের নথিতে রয়েছে। কাকে সমর্থন করছেন, জঙ্গিদের সমর্থন করছেন। এই কথা হাউসের ভিতরে হয়নি। সেই অভিযোগ তিনিও তোলেননি হাউসের ভিতর।

সেখানেই স্বাধীকার ভঙ্গের (Privilege motion) প্রস্তাব কেন যুক্তি সঙ্গত, সেই কারণ দেখিয়ে চন্দ্রিমা স্পষ্ট করে দেন, এই যে অসত্য কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা। এটা চলতে পারে না। তাই তার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। ঘটনাটা হাউসের ভিতরে যা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। হাউসের (state assembly) ভিতরে বলা হয়েছে, না হয়নি তার জন্য। হাউসের বাইরে বলছি মানেই হাউসের বাইরে অসত্য বলতে পারব, এটা হতে পারে না। তার জন্য স্বাধীকার ভঙ্গের প্রস্তাব।

Related articles

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...
Exit mobile version