Sunday, November 9, 2025

পুরীতে খুন জগন্নাথ মন্দিরের সেবায়েত, ঘনাচ্ছে রহস্য

Date:

জগন্নাথ দেবের(Jagannath Temple) স্নানযাত্রার পরেই ভয়াবহ ঘটনা পুরীতে! জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নান যাত্রার জন্য পুরীতে(Puri) কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, টাউন থানার অন্তর্গত গুদিয়াশাহীর রাবেণী চৌরায় শ্রীমন্দিরের একজন সেবায়েত খুন হয়েছেন। রথযাত্রার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুরীতে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু তার আগেই সেখানে জগন্নাথ মন্দিরের(Jagannath Temple) সেবায়েতকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম জগন্নাথ দীক্ষিত(Jagannath Dixit), বয়স ৮০। তিনি মহাসুয়ার সাহির বাসিন্দা। স্নানযাত্রার দায়িত্ব পালনের কয়েক ঘন্টা পর, দীক্ষিত নারায়ণ পাতজোশীর বাড়িতে গিয়েছিলেন। টাকা লেনদেন নিয়েই দুজনের মধ্যে সমস্যার সূত্রপাত। এরপরেই পাতজোশীর বাড়ির ঠিক সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতের ভাগ্নে ভীমসেন দীক্ষিত জানান কাকা বুধবার মন্দিরে নিত্য সেবা দিতে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার পরই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। এর পিছনে কে এবং কেন সেটা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

ইতিমধ্যেই অভিযুক্ত নারায়ণ পাতজোশীকে, (বয়স ৬০) আটক করেছে পুলিশ। পুরীর পুলিশ সুপার এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন কেন এই খুন, সেটা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মনে করা হচ্ছে এদিন নারায়ণ জগন্নাথের বাড়ি গিয়েছিলেন দীক্ষিত। সেখানেই কোন কারণে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই নারায়ণের দেওয়া ধাক্কায় জগন্নাথের মাথা দেওয়ালে লেগে যায়। এরপরেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। রাস্তায় দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জগন্নাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। জগন্নাথের বাড়ির চারদিকের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গৌড়িয়া সাহির রাবেণী স্কোয়ারের কাছে মৃতদেহটি পাওয়া গেছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একই এলাকার বাসিন্দা নারায়ণ পাতজোশীর বাড়ির কাছে একজন ব্যক্তি মৃতদেহটি ফেলে যাচ্ছেন। জগন্নাথ দীক্ষিত কিছু টাকা ফেরতের জন্য নারায়ণ পাতজোশীর বাড়িতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর পুরীর সেবায়েত সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version