Sunday, November 2, 2025

বিজেপির স্টিকার লাগিয়ে গাড়ি পিষলো পুলিশকে! বিহারে মৃত মহিলা কনস্টেবল

Date:

স্টিকারের মহিমা! বিহারে পুলিশের নাকা চেকিং এড়াতে বিজেপি স্টিকারই (BJP sticker) যথেষ্ট! এমনটাই হয়তো মনে করেছিল এক এসইউভি গাড়িচালক। পুলিশ আটকাতেই পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এসইউভি (SUV) চালক। বিহারের পাটনায় এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা কনস্টেবলের (lady constable)। আহত আরও দুই পুলিশ কর্মী। গোটা ঘটনায় বিজেপির দিকে প্রশ্ন ছুড়েছে বাংলার শাসক দল তৃণমূল।

পাটনার (Patna) এস কে পুরী থানা এলাকায় অটল পথে বুধবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল বিহার পুলিশ। সম্প্রতি একাধিক শুট আউটের ঘটনা বিহার প্রশাসনের ঘুম কেড়েছে। যার ফলে বিরোধীদের চাপে লাগাতার নাকা চেকিং-এর পথে নীতীশ প্রশাসন। বুধবার সেরকমই একটি নাকা চেকিং-এর সময় অটল পথে দাঁড় করানো হয় সব গাড়িকে। কিন্তু বিজেপির স্টিকার (BJP sticker) লাগানো গাড়িটি দাঁড়াতে রাজি হয়নি।

পুলিশের বাধা না মেনে কর্মরত পুলিশদের দিকে সোজা গাড়ি চালিয়ে দেন এসইউভি (SUV) চালক। ধাক্কা লাগে মহিলা কনস্টেবল কোমল কুমারীর ও আরও দুই কর্তব্যরত পুলিশকর্মীর। পুলিশকে ধাক্কা মেরেই পালানোর চেষ্টা করেন এসইউভি চালক। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত তাকে ধরে ফেলে।

আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলা কনস্টেবলকে (lady constable) চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাকা চেকিং এড়িয়ে বিজেপির স্টিকার লাগানো গাড়িটি পালানোর চেষ্টা করছিল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

যে বিজেপি নেতারা বিরোধী পরিচালিত রাজ্যগুলিতে ছোটখাটো ঘটনাতে প্রশ্ন তোলে এবার তাদের দিকেই প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, পাটনায় রাস্তায় রুটিন চেকিংয়ের সময় বিজেপির ঝান্ডা লাগানো গাড়ি পিষে দিল তিন পুলিশকে। তার মধ্যে এক মহিলা পুলিশের মৃত্যু। দুজন গুরুতর জখম। বাংলায় হলে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন চাইতেন নিশ্চয়ই। বিজেপি কিছু বলবে?

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version