Thursday, August 21, 2025

ত্রিকোণ প্রেমের জের! ত্রিপুরায় আইসক্রিম ফ্রিজারে নিখোঁজ তরুণের দেহ

Date:

সোমন-রাজ-রাজের শিউরে ওঠা ঘটনার মধ্যেই ফের ত্রিকোণ প্রেমের বলি তরুণ। ত্রিপুরা পুলিশ (Tripura Police) সূত্রে খবর, মৃত সরিফুল ইসলাম (২৮) বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। এরপরে পুলিশে অভিযোগ জানানো হয়। তবে খুঁজে পাওয়ার আগেই সব শেষ। ঘটনার তদন্তে নেমে বুধবার আগরতলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ধলাই জেলার গন্ডাচেরা বাজারের একটি আইসক্রিম (Ice-Cream) দোকানের ফ্রিজার থেকে তাঁর দেহ পাওয়া গিয়েছে। ফ্রিজারের মধ্যে ট্রলি ব্যাগে ভরা ছিল তাঁর দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশ (Tripura Police) জেনেছে, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছে আগরতলা স্মার্ট সিটি মিশন প্রকল্পের সঙ্গে যুক্ত ইলেকট্রিশিয়ান সরিফুল। প্রেমিকা নবনীতা দাস, তাঁর সম্পর্কে ভাই পেশায় চিকিৎসক (Doctor) দিবাকর সাহা-সহ মোট ৬ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম ত্রিপুরার এক সিনিয়র পুলিশ আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে ত্রিকোণ প্রেমের তথ্য উঠে এসেছে। ধৃতদের মোবাইলের মেসেজে এই সংক্রান্ত একাধিক তথ্য দেখা গিয়েছে। দিবাকরের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে নবনীতার। সেই কথা জানতে পারেন সরিফুল। এই নিয়েই দুজনের মধ্যে তিক্ততা শুরু হয়। এর পরেই খুনের পরিকল্পনা করা হয়।

সূত্রের খবর, খুনের পরিকল্পনা করেই দুদিন আগে ট্রলি ব্যাগও কেনা হয়েছিল। ৮ জুন পেশায় চিকিৎসক দিবাকর দক্ষিণ ইন্দ্রনগর কবরখলা এলাকায় জয়দীপ দাস নামে এক ব্যক্তির বাড়িতে সরিফুলকে ডেকে পাঠান। সেখানেই দিবাকর এবং তাঁর দুই সহযোগী- অনিমেষ যাদব এবং নবনীতা দাস সরিফুলকে শ্বাসরোধ করে হত্যা করে। খুনের পর সেই ট্রলিতে সরিফুলের দেহ ভরে ফ্রিজারে রাখা হয় যাতে কেউ টের না পায়। পুলিশের দাবি জেরায় ধৃতরা স্বীকার করেছে যে ট্রলিব্যাগে ভর্তি সেই দেহ গন্ডাচেরা বাজারে তাঁদের দোকানে একটি আইসক্রিম ফ্রিজারের মধ্যে ভরে রাখার কাজটি করেন দিবাকরের বাবা-মা-দীপক এবং দেবিকা সাহা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version