Saturday, November 8, 2025

সবকিছু ঠিকঠাক চললে হেডিংলিতে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন করুন নায়ার(Karun Nair)। তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। সেইসঙ্গে করুন নায়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন রাহুল(KL Rahul)। কয়েকদিন আগে ভারতীয়-এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেছিলেন করুন নায়ার(Karun Nair)। সেখানে দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন তিনিষ এরপর থেকেই যেন করুণ নায়ারকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে।

ভারতীয় দলে টেস্ট অভিষেকটা বেশ ভালভাবেই হয়েছিল করুন নায়ারের। কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন ত্রিশতরান। এরপর অবশ্য কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম লাগল প্রায় ৭ বছর। আবারও করুন নায়ারের সঙ্গে একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেএল রাহুল। সেই ম্যাচের আগে বিশেষ বার্তা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের।

কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “আমি একটাই কথা বলব যে তাঁর এমন প্রত্যাবর্তনটা যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদীও। এখানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেটাই ভারতের হয়ে যখন টেস্ট ম্যাচে নামবেন তিনি সেটা করুন নায়ারকে অত্যন্ত সাহায্য করবে”।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করুন নায়ার দ্বিশতরান করার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই করুন নায়ারকে ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version