কয়েক ঘন্টা আগেই লন্ডন থেকে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sunjay Kapoor)। তার কয়েক ঘণ্টার মধ্যেই মাত্র ৫৩ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। পারিবারিক সূত্রে খবর, বৃহস্পতিবার লন্ডনে (London) পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসা করার কোন সুযোগই পাননি ডাক্তাররা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
২০০৩ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। সঞ্জয়ের নামে গুরুতর অভিযোগ এনেছিলেন করিশ্মা। শুধু শারীরিক-মানসিক নির্যাতনই নয়, করিশ্মাকে তাঁর বন্ধুদের সঙ্গে জোর করে শারীরিক ভাবে ঘনিষ্ট হতে সঞ্জয় চাপ দিতেন বলেও অভিযোগ করেছিলেন অভিনেত্রী। পরে মডেল পিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। এদিকে মেয়ে সামাইরা ও ছেলে কিরণকে নিয়ে থাকেন করিশ্মা।
এদিন বিমান দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়ার সঞ্জয় (Sunjay Kapoor) পোস্ট করেন, “ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সব পরিবার তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য শুধুমাত্র এই প্রার্থনা কঠিন সময়ে তাঁরা যেন শক্ত থাকেন।” আর তার কিছুক্ষণ পরেই সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয় নিয়ে করিশ্মা কাপুর বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
–
–
–
–
–
–
–
–