Friday, August 22, 2025

আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর জীবিত যাত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর 

Date:

গুজরাটের বিমান দুর্ঘটনায় (Gujrat Plane Crash) শোকাহত গোটা দেশ। শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস যেখানে ভেঙে পড়েছিল সেই মেঘানিনগরের বি জে মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর সোজা হাসপাতালে যান তিনি।দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশের সঙ্গে দেখা করে তাঁর অভিজ্ঞতার কথা শোনেন। সেখান থেকে বেরিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেন প্রধানমন্ত্রী (PM)।

নিমেষে ঝলসে বিমানের মধ্যে ২৪১ জনের মৃত্যু। এক কথায় মেঘানিনগর এখন মৃত্যুপুরী। স্বজনের দেহাংশ কখন মিলবে তার জন্য হাসপাতালে হাপিত্যেশ করে বসে মৃতের আত্মীয়রা। বিলাসবহুল বিমান, অভিজ্ঞ পাইলট- তা সত্ত্বেও দুর্ঘটনা কীভাবে এখন এই প্রশ্ন শীর্ষ কর্তা থেকে শুরু করে দেশের আমজনতার মনে। শুক্রবার সকাল ৯টা নাগাদ প্রথমে দুর্ঘটনাস্থলে যান মোদি। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারপু রাম মোহন নাইডু এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বিজে মেডিক্যাল কলেজের পড়ুয়াদের হস্টেল ভেঙে পড়েন তা প্রধানমন্ত্রীকে জানান। উদ্ধারকাজ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর রওনা দেন সিভিল হাসপাতালের দিকে। মাথা হেট করে সেখানে প্রবেশ করেন। সি ৭ ওয়ার্ড পরিদর্শন করে আহত পড়ুয়াদেরও শরীরের অবস্থা সম্পর্কে খোঁজ নেন ৷ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশের থেকে তাঁর অভিজ্ঞতার কথা শোনেন। এদিন দুর্ঘটনায় মৃত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, প্রিয়জনকে হারানোর কষ্ট এবং এই অপূরণীয় ক্ষতি বহু বছর ধরে তাঁরা অনুভব করবে সে কথা বুঝতে পারছি ৷” শেষ খবর পাওয়া অনুযায়ী এরপরই বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মোদি।

 

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version