ইরান- ইজরায়েলের আকাশে গত ২৪ ঘণ্টা ধরে আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের (Iran Israel war) অশনি সংকেত। শুক্রবার সকালে তেহরানে হামলা চালায় নেতানিয়াহুর দেশ। রাতে পাল্টা প্রত্যাঘাত করে ইরান। তেল আভিভে আক্রমণ হতেই শনিবার সকালে ফের এয়ার স্ট্রাইক করল ইজরায়েলি সেনা (Israel Army)।
ইজরায়েল শুক্রবার ইরানের ৩৩০টিরও বেশি জায়গায় ‘অপারেশন রাইজিং সান’ (operation rising sun) চালিয়েছে। প্রত্যাঘাতের আশঙ্কা সত্যি করে শনিবার রাতেই তেল আভিভ কেঁপে উঠল ইরানের মিসাইলের আঘাতে! ৬৫ মিনিটে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, খবর সূত্রের। এর পাল্টা শনির সকালে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করল ইজরায়েল।হামলা পাল্টা হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দুই দেশের উত্তেজনার পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। অপরিচিত তেলের দাম বাড়ার আশঙ্কা করছে নয়া দিল্লি। পাশাপাশি ডলারের তুলনায় নিম্নমুখী হচ্ছে টাকার দাম।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–