দক্ষিণ দিনাজপুরের তপনের নিমতলি (Nimtali) এলাকায় একই বাড়ি থেকে এক মহিলা এক যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সম্পর্কে তাঁরা বৌদি (সঙ্গীতা বর্মন) ও দেওর (গদাধর বর্মন) বলে জানা গেছে। বয়সের ব্যবধান মাত্র পাঁচ বছরে। ২৩ বছরের যুবকের সঙ্গে ১৮ বছরের বৌদির ঘনিষ্ঠতা অনেকেরই চোখে পড়েছে। স্থানীয়রা বলছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই এই চরম পরিণতি দুজনের। তপন থানার (Tapan Police Station) পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা।
বছর তিনেক আগে গদাধরের দাদা দেবপ্রসাদ বর্মনের সঙ্গে বিয়ে হয় সঙ্গীতার। বছর দেড়েকের একটি সন্তানও রয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি দেওর ও বউদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। জানাজানি হতে সংসারে অশান্তি হয়। বৃহস্পতিবার ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে যায়। সম্ভবত সেই টানাপোড়েনের ফলেই দেওর ও বউদির আত্মহত্যা সিদ্ধান্ত বলে মনে করছেন এলাকাবাসী। মৃতার স্বামী দেবপ্রসাদ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–