রবিবাসরীয় সকালে রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পাবলিক সুইমিং পুলে দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু শুভম সাহু (Shubham Sahu) নামে এক নাবালকের। মৃত কিশোর দক্ষিণ কলকাতার (South Kolkata) বালিগঞ্জ প্লেসের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
রবীন্দ্র সরোবর চত্বরে মর্নিং ওয়ার্ক করতে যাওয়া প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন সকালে তিন- চার জন কিশোর হইহই করতে করতে জলে নামে। সিকিউরিটি বাধা দিতে চাইলেও তাঁরা কথা শোনেননি। এরপরই ঘটে যায় দুর্ঘটনা। কিছুক্ষণের মধ্যেই গভীর জলে তলিয়ে যান শুভম নামের নাবালক। প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির পর আগাছায় জড়ানো অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার কথা জানাজানি হতেই KMDA অধীনস্থ সুইমিং পুলটিতে রক্ষণাবেক্ষণের অভাব, অব্যবস্থার অভিযোগ স্থানীয়দের।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–