Friday, August 22, 2025

প্রেমিক রাজের সঙ্গে হাসিমুখে সোনম! স্বামী রাজাকে ‘খুনে’র পর চর্চায় নতুন ছবি

Date:

মেঘালয়ে হানিমুনে গিয়ে রহস্যজনকভাবে খুন হন মধ্যপ্রদেশের ইন্দোরের যুবক রাজা রঘুবংশী। এই ঘটনায় স্ত্রী সোনম (Sonam Raghuvanshi) এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও রাজা হত্যাকাণ্ডের জট কাটেনি। এরই মধ্যে সোনম রঘুবংশী ও তাঁর প্রেমিক রাজের হাসিমুখের ছবি নতুন করে চর্চায় এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবি বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) এই ছবিতে দেখা যাচ্ছে, রাজের পরনে মেরুন রঙের কুর্তা ও কপালে লাল তিলক। সোনম (Sonam Raghuvanshi) পরেছেন রুপোলি রঙের শাড়ি। পাশাপাশি রাজ-সোনমকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। রাজের কাঁধে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতও দেখা গিয়েছে। এই ছবি সামনে আসতেই প্রশ্ন উঠছে, তারা কি কোনও ধর্মীয়স্থানে গিয়েছিলেন? কোথায় তোলা হয়েছিল এই ছবি? আদৌ কি ওই সময় তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয়ে ছিলেন, নাকি অন্য পরিচয়ে?

প্রসঙ্গত, ২ জুন মেঘালয়ের (Meghalaya) এক পাহাড়ি এলাকায় উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। পুলিশ সূত্রে খবর, ২৩ মে-ই তাঁকে খুন করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, সোনম এবং রাজ মিলে রাজাকে খুনের ছক কষেছিলেন। যদিও সোনমের পরিবার দাবি করে, রাজের সঙ্গে সোনমের কোনো প্রেমের সম্পর্ক তাঁরা জানতেন না। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, রাজা হত্যাকাণ্ডে সোনম ও রাজ— উভয়েরই সক্রিয় ভূমিকা রয়েছে। তাঁদের সঙ্গে আরও তিন ভাড়া করা খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীদের মতে, সোনম-রাজের ঘনিষ্ঠতা এবং পূর্বপরিকল্পিত হত্যার পিছনে আরও গভীর ষড়যন্ত্র থাকতে পারে। ভাইরাল হওয়া ছবি সেই সম্ভাবনাকেই আরও জোরালো করে দিচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে পুলিশি হেফাজতে নিয়ে জেরা চালানো হচ্ছে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version