Tuesday, November 11, 2025

১০০ দিনের কাজে অনিয়ম সর্বনিম্ন হলেও বরাদ্দ বন্ধ শুধু বাংলার, অভিযোগ পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী

Date:

১০০ দিনের কাজের প্রকল্পে অনিয়মের হার তুলনায় অনেক কম—তা সত্ত্বেও কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য। সোমবার রীতিমত পরিসংখ্যান দিয়ে এই তথ্য তুলে ধরলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে ব্যাপক অনিয়ম হলেও তারা বরাদ্দ পেতে থাকছে নিয়মিত।

সোমবার, সকালেই বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গ তুলে পঞ্চায়েত মন্ত্রী (Pradip Majumder) জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত উত্তর প্রদেশ ১০০ দিনের কাজের প্রকল্পে ৩৮ হাজার ৭ ৩৮ কোটি টাকা পেয়েছে। তার মধ্যে ৪৮ কোটি ৮৮ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। আরেক বিজেপি শাসিত রাজ্য বিহারে ওই সময়কালে ২৪ হাজার ৪৯৪ কোটি টাকা বরাদ্দ এসেছে। যার মধ্যে ১৭ কোটি ৭৬৭ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ মিলেছে। মহারাষ্ট্রে ১০০ দিনের কাজের প্রকল্পে ২০২১ থেকে ২৫ সাল পর্যন্ত বরাদ্দ হয়েছে ৩৮ হাজার ৭৩৮ কোটি টাকা। যার মধ্যে ৪৮ কোটি ৮৮ লক্ষ টাকা খরচ নিয়ে অভিযোগ রয়েছে। তার তুলনায়, পশ্চিমবঙ্গে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত বরাদ্দ ছিল ৫০,৫৯৩ কোটি টাকা, অনিয়মের পরিমাণ মাত্র ৯ কোটি ২০ লক্ষ। যা সর্বনিম্ন।মন্ত্রীর দাবি, “সারা দেশে সবচেয়ে কম অনিয়ম হয়েছে বাংলায়। অথচ আমাদের বরাদ্দ বন্ধ। এটা পরিষ্কার রাজনৈতিক প্রতিহিংসা।”২০২২ সালের পর থেকেই ১০০ দিনের প্রকল্পে রাজ্যকে নতুন কোনও বরাদ্দ দেয়নি কেন্দ্র। যার জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের দরিদ্র গ্রামবাসীরা। প্রশ্ন তুলেছেন মন্ত্রী, “এই বঞ্চনার শেষ কোথায়?”
আরও খবর: মণ্ডল কমিশনের সুপারিশ মেনেই রাজ্যে ওবিসি সংরক্ষণ: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version