আসন্ন রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) তূলনামূলক সহজ গ্রুপে বাংলা(Bengal)। নতুন মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচী ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। সেখানেই বেশ সহজ গ্রুপে রয়েছে বঙ্গ ব্রিগেড। তবে গতবারের মতো এবারের রঞ্জি ট্রফিও(Ranji Trophy) শুরু হতে চলেছে সেই দলীপ ট্রফি দিয়ে। রঞ্জি ট্রফির নিয়ম গতবারের মতোই রেখেছে বিসিসিআই। এবারও দুই পর্বেই হবে এবারের রঞ্জি ট্রফি। প্রত্যাশা মতো আগামী ১৫ অক্টোবর থেকেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। আর দ্বিতীয় পর্বের ম্যাচ হবে ২২ জানুয়ারি থেকে।
সেই রঞ্জি ট্রফিরই এবার গ্রুপ বিন্যাসও করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে অনেকটাই সহজ গ্রুপে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা(Bengal) ব্রিগেড। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের রঞ্জি ট্রফির(Ranji Trophy) নক আউট পর্বের ম্যাচ।
রঞ্জি ট্রফিতে বাংলা রয়েছে সি গ্রুপে। সেখানেই বাংলার সঙ্গে রয়েছে গুজরাট, হরিয়ানা, সার্ভিসেস, রেলওয়েজ, ত্রিপুরা, উত্তরাখন্ড এবং অসম। গতবারও বেশ খানিকটা সহজ গ্রুপেই ছিল বাংলা। কিন্তু দুটো ম্যাচ ভেস্তে যাওয়াতেই সমস্যায় পড়ে গিয়েছিল বঙ্গ ব্রিগেড। সেবারও অবশ্য গ্রুপ পর্বের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল বঙ্গ ব্রিগেড।
এবারও বাংলাকে নিয়ে অনেকেই বেশ আশাবাদী। তবে রঞ্জিতে সহজ গ্রুপে থাকলেও, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বঙ্গ ব্রিগেড। এবার বাংলা ঘরোয়া ক্রিকেটে সাফল্যের মুখ দেখতে পায় কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–