লোকসভা বিধানসভায় শূন্য নেমে যাওয়া সিপিআইএম (CPIM) এখন যুব সম্প্রদায়কে ভরসা করেই ভোটের বৈতরণী পার করতে চাইছে। অথচ সেই যুব কর্মীরাই কতখানি অসামাজিকতায় ডুবে তার ছবি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা নেত্রী তনুশ্রী মণ্ডলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবির সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) হয়। সেখানে মদের আসরে এক ধর্ষণে অভিযুক্তর (rape accused) সঙ্গে দেখা যায় বাম নেত্রীকে। এই ছবি ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
দক্ষিণ ২৪ পরগনা সিপিআইএম নেত্রী অনুশ্রী মন্ডলকে দেখা যায় এক যুবনেতার সঙ্গে। যার নাম অভিনন্দন দত্তগুপ্ত। এই অভিনন্দন যাদবপুর এরিয়া কমিটির সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণের মত গুরুতর অভিযোগ (rape accused) রয়েছে। সেই নেতাকে বামেদের যুবনেত্রীর সঙ্গে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।
শৃঙ্খলা পরায়ণ দল বলে পরিচিত বামেদের পর্দা সুশান্ত ঘোষ বা বংশগোপাল চৌধুরীর ক্ষেত্রে আগেই প্রকাশিত হয়েছে। এবার অভিনন্দনের ক্ষেত্রেও সেই বেনিয়ম সামনে। ধর্ষণের অভিযোগ থাকলেও অভিনন্দনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি দল। আবার তার সঙ্গেই দেখা যাচ্ছে মহিলা নেত্রীদের মদ্যপান করতে।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরে একাংশের অভিযোগ, মদ ও অন্য নেশা সমস্যাজনক নয়। তবে ধর্ষণে অভিযুক্ত নেতার সঙ্গে কেন এই ধরনের আচরণ। মদের আসরে কেন পুরুষ মহিলা একসঙ্গে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
–
–
–
–
–
–
–
–
–
–