Friday, November 7, 2025

শুটিংয়ে বেরিয়ে আর ফেরা হল না! খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত দেহ 

Date:

শুটিংয়ে গিয়েছিলেন, আর ফেরেননি। কয়েকদিন নিখোঁজ থাকার পর হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার হল মডেল শীতলের ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলার নলি কেটে শীতলকে খুন করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায়।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল, মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করতেন। তাঁর আসল নাম শীতল হলেও, মডেলিং দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন সিমি চৌধুরী নামে। শুটিংয়ের নাম করে ১৪ জুন বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার পুলিশ সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করে তাঁর দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহটি। তদন্তে নেমেছে পুলিশ।

তবে এই খুনের ঘটনায় সরাসরি শীতলের প্রাক্তন বন্ধু সুনীলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শীতলের দিদি নেহা। তাঁর দাবি, শীতলের সঙ্গে কর্ণালের একটি হোটেলে কাজ করার সময় সুনীলের সঙ্গে আলাপ হয়। পরে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। কিন্তু শীতল জানতে পারেন, সুনীল বিবাহিত এবং তাঁর দুটি সন্তানও রয়েছে। এরপর থেকেই শীতল ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।

নেহার দাবি, শুটিংয়ের দিন শীতল তাঁকে ফোন করে জানিয়েছিলেন, সুনীল আচমকাই শুটিং ফ্লোরে হাজির হয়। সেখানে গিয়ে বেধড়ক মারধর করে, মানসিক চাপে ফেলে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে। শীতল রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নেহার আরও দাবি, “সুনীল নানা ভাবে শীতলকে উত্যক্ত করত। সে এই খুনের পিছনে রয়েছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। ওই রাতেই দিল্লিতে একটি খালে সুনীলের গাড়িও পড়ে গিয়েছিল। তাঁকে সেখান থেকে উদ্ধার করা গেলেও আমার বোনকে আর বাঁচানো যায়নি।”

তদন্তে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ এখন সুনীলকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। রাজ্যের নারী সংগঠনগুলির একাংশ ইতিমধ্যেই এই ঘটনার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি তুলেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, “এটি একটি পরিকল্পিত খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শীতলের ফোনের কলরেকর্ড ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।”

পরিবারের দাবি, “আমাদের বোনের জন্য বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কঠোরতম শাস্তি হোক।” মডেলিং দুনিয়ায় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা এক তরুণীর এমন নির্মম পরিণতি ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল এখন হরিয়ানা।

আরও পড়ুন – বিধানসভায় ফের অভব্যতা বিজেপির, সাসপেন্ড বিধায়ক মনোজ ওরাও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version