Thursday, November 20, 2025

বিধায়কের আবদারে শিশুকন্যার নাম রাখলেন মুখ্যমন্ত্রী! আপ্লুত মা শম্পা ধাড়া

Date:

“দিদি, মেয়ের বয়স সাড়ে চার মাস হয়ে গিয়েছে। আপনি নাম দেবেন, সে আশাতেই কোনও নাম রাখিনি।“ সোমবার, বিধানসভা অধিবেশন শেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবদার রায়নার তৃণমূল (TMC) বিধায়ক শম্পা ধাড়ার (Shampa Dhara)। আর্জি ফেলতে পারেননি মমতা। শিশু কন্যার নাম রাখেন ‘ঐশী’।

এদিন, বিভিন্ন ইস্যুতে প্রথম থেকেই উত্তাল ছিল বিধানসভা (Assembly)। কেন্দ্রকে ধুয়ে দেন মুখ্যমন্ত্রী। অধিবেশন শেষের পরে দুপুর দু’টো নাগাদ মেয়েকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান শম্পা। আবদার করেন মেয়ের নাম রাখার। রায়নার বিধায়ক বলেন, “দিদি, মেয়ের বয়স সাড়ে চার মাস হয়ে গিয়েছে। আপনি নাম দেবেন, সে আশাতেই কোনও নাম রাখিনি।“ আর্জি ফেলে দেননি মুখ্যমন্ত্রী। বিধানসভায় তাঁর ঘরের সামনে দুটি নাম বলেন তিনি। ছোট্ট মেয়ের কাছে জানতে চান, কোন নামটা পছন্দ? একরত্তি ‘হুঁ’ করে আওয়াজ করে সম্মতি দিলে মুখ্যমন্ত্রী শম্পাকে জানান, ‘ঐশী’ নামটাই ওর পছন্দ হয়েছে।

বিধানসভা থেকে রায়না ফেরার পথে বর্ধমানের উল্লাস মোড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মেয়ের নাম রাখায় তিনি যে উচ্ছ্বসিত, সেটা তাঁর গলাতেই ধরা পড়ছিল। শম্পা (Shampa Dhara) বলেন, “২৩ জানুয়ারি মেয়ের জন্ম হয়েছে। মুখ্যমন্ত্রী নাম রাখবেন, এই আশাতেই নামকরণ করিনি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী থাকবেন জানার পরেই মেয়েকে নিয়ে কলকাতায় চলে গিয়েছিলাম।” তিনি বলেন, “অধিবেশন শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার আবেদন জানাই। তিনি হেসে ফেলেন। তিনি দু’টি নাম আমাকে জানান। এবং একটি নাম বেছে নিতে বলেন। আমি বলি, ‘আপনার ইচ্ছায় আমাদের কাছে আশীর্বাদ। আপনার যে নামটা মনে হবে সেটাই দিন’। এরপরে তিনি দু’টো নাম উচ্চারণ করেন। মেয়ে ঐশী নামের পরেই ‘হুঁ’ বলে আওয়াজ করেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, ঐশী নামটাই মেয়ের পছন্দ হয়েছে।”

বিধায়ক জানান, “মুখ্যমন্ত্রী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন। মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলার পরামর্শ দিয়েছেন।” বিধায়কের কথায়, “এটা কত বড় গর্ব, সেটা মুখে বলার নয়। একজন মায়ের অনুভব করার বিষয়।”

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...
Exit mobile version