সোমবারের মোহনবাগান(Mohunbagan) ক্লাবে ছিল উৎসবের মেজাজ। সবুজ-মেরুন আবির থেকে গোলাপের মালায় ঢেকেছিল সৃঞ্জয় বোস(Srinjay Bose) থেকে দেবাশিস দত্ত(Debashis Dutta)। দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথম কার্যকরী কমিটির বৈঠকে বসেছিলেন সঞ্জয় বোস। সেখানেই দেবাশিস দত্তকে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়। আবারও মোহনবাগানে(Mohunbagan) শুরু সৃঞ্জয় – দেবাশিস যুগ। সমর্থক, সদস্যতে এদিন গোটা ক্লাব ছিল উৎসব মুখর।
একসময় এই দুজনই হয়ে উঠেছিলেন যুযুধান দুই শিবির। তবে এখন তারা আবার এক। এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে। সেই নিয়েই মুখ খুললেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। দুই তরফেই শুভানুধ্যায়ীদের উদ্যোগেই যে এই অসম্ভবটা সম্ভব হয়েছে, তা বলতে কোনও দ্বিধা নেই কুণাল ঘোষের(Kunal Ghosh)।
মোহনবাগান(Mohunbagan) তাঁবুতেই সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেখানেই কুণাল ঘোষ জানান, “সকলেই মোহনবাগান পরিবারের সদস্য ফলে সচিব পদটা নিয়েও তো বিষয়টা থাকে। কোনও একটা জায়গায় এসে মোহনবাগানের শুভানুধ্যায়ী যারা। বাংলার ফুটবলের শুভানুধ্যায়ী যারা। দুই পক্ষেরই শুভানুধ্যায়ী যারা, তারা চেয়েছিলেন এই গোটা বিষয়টাই যাতে টেবিলে বসে কোথায় ঠিক হোক। সেই শুভানুধ্যায়ীদের চেষ্টাটা সফল হয়েছে। এবং শেষমুহূর্ত পর্যন্ত এই মনোনয়নের জন্য এই দু পক্ষের প্রচার চললেও, সব ভাল যার শেষ ভাল”।
সোমবার থেকেই নতুনভাবে চলা শুরু করল মোহনবাগান। এদিন সভাপতির পদে অভিষেক হল দেবাশিস দত্তের। দায়িত্ব পেয়েই বড় বার্তা দেবাশিসেরও। আগের সভাপতিদের মতো নয়, সৃঞ্জয়ের(Srinjay Bose) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করবেন তিনিও।
–
–
–
–
–
–
–
–
–
–
–