Tuesday, August 12, 2025

সোমবারের মোহনবাগান(Mohunbagan) ক্লাবে ছিল উৎসবের মেজাজ। সবুজ-মেরুন আবির থেকে গোলাপের মালায় ঢেকেছিল সৃঞ্জয় বোস(Srinjay Bose) থেকে দেবাশিস দত্ত(Debashis Dutta)। দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথম কার্যকরী কমিটির বৈঠকে বসেছিলেন সঞ্জয় বোস। সেখানেই দেবাশিস দত্তকে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়। আবারও মোহনবাগানে(Mohunbagan) শুরু সৃঞ্জয় – দেবাশিস যুগ। সমর্থক, সদস্যতে এদিন গোটা ক্লাব ছিল উৎসব মুখর।

একসময় এই দুজনই হয়ে উঠেছিলেন যুযুধান দুই শিবির। তবে এখন তারা আবার এক। এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে। সেই নিয়েই মুখ খুললেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। দুই তরফেই শুভানুধ্যায়ীদের উদ্যোগেই যে এই অসম্ভবটা সম্ভব হয়েছে, তা বলতে কোনও দ্বিধা নেই কুণাল ঘোষের(Kunal Ghosh)।

মোহনবাগান(Mohunbagan) তাঁবুতেই সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেখানেই কুণাল ঘোষ জানান, “সকলেই মোহনবাগান পরিবারের সদস্য ফলে সচিব পদটা নিয়েও তো বিষয়টা থাকে। কোনও একটা জায়গায় এসে মোহনবাগানের শুভানুধ্যায়ী যারা। বাংলার ফুটবলের শুভানুধ্যায়ী যারা। দুই পক্ষেরই শুভানুধ্যায়ী যারা, তারা চেয়েছিলেন এই গোটা বিষয়টাই যাতে টেবিলে বসে কোথায় ঠিক হোক। সেই শুভানুধ্যায়ীদের চেষ্টাটা সফল হয়েছে। এবং শেষমুহূর্ত পর্যন্ত এই মনোনয়নের জন্য এই দু পক্ষের প্রচার চললেও, সব ভাল যার শেষ ভাল”।

সোমবার থেকেই নতুনভাবে চলা শুরু করল মোহনবাগান। এদিন সভাপতির পদে অভিষেক হল দেবাশিস দত্তের। দায়িত্ব পেয়েই বড় বার্তা দেবাশিসেরও। আগের সভাপতিদের মতো নয়, সৃঞ্জয়ের(Srinjay Bose) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করবেন তিনিও।

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...
Exit mobile version