Friday, November 14, 2025

জোর করে ভারতীয়দের বাংলাদেশে ‘পাচার’! বাংলার চাপে অবশেষে ফিরলেন চারজন

Date:

Share post:

শুধুমাত্র তাঁদের ভাষা বাংলা। সেই ‘অপরাধে’ নিজের দেশ থেকে কার্যত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল ডবল ইঞ্জিন (double engine) প্রশাসনের যৌথ ষড়যন্ত্র। তবে বাংলার প্রশাসনের দ্রুত তৎপরতায় একে একে ঘরে ফিরছেন বিভিন্ন জেলা থেকে বাংলাদেশে বিএসএফ-এর (BSF) অতি সক্রিয়তায় চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা।

মুর্শিদাবাদের মেহবুব শেখ বাংলাদেশ থেকে বাড়িতে যোগাযোগ করে জানালে প্রথম মুম্বই পুলিশ (Mumbai Police) ও বিএসএফ-এর (BSF) যৌথ ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, মুর্শিদাবাদের মিনারুল শেখ ও নিজামুদ্দিন শেখ এবং বর্ধমানের মোস্তাফা শেখ শুধুমাত্র বাংলা ভাষী ও বাংলার বাসিন্দা হওয়ার অপরাধে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বিএসএফ। এরপরই রাজ্য সরকার বিএসএফ-এর সঙ্গে কথা বলে এদের ফেরানোর ব্যবস্থা করে।

রবিবারই বিএসএফ বাংলাদেশের বিজিবি-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং (flag meeting) করে। তার জেরে কোচবিহার সীমান্ত দিয়ে ফেরানো হয় মিনারুল, নিজামুদ্দিন ও মোস্তাফাকে। বিএসএফ (BSF) তাঁদের মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দেয়। এরপর শুরু হয় মেহবুবকে ফেরানোর প্রক্রিয়া।

দীর্ঘ টালবাহানার পরে ফের একপ্রস্থ ফ্ল্যাগ মিটিংয়ে (flag meeting) রবিবারই মেহবুবের ফেরা নিশ্চিত হয়। বিএসএফ (BSF) সোমবার তাকে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেয়। যদিও বিএসএফ-এর এই কীর্তির পরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু এই চারজন নয়। সোমবার উত্তর চব্বিশ পরগণার বাগদার (Bagda) এক পরিবার অভিযোগ করে তাঁদের ছেলে ও ছেলের স্ত্রীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে একইভাবে। পরিবার বাগদা থানার দ্বারস্থ হয় ওই দম্পতি ফজের মণ্ডল ও তসলিমা মণ্ডলকে ফিরে পেতে।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...