Sunday, December 28, 2025

সভাপতির সঙ্গে মালাবদল সচিবের, সুপারজায়ান্টের সঙ্গে বৈঠকের ইঙ্গিত সৃঞ্জয়ের

Date:

Share post:

অমর একাদশের পায়ে ফুল দিয়েই যাত্রা শুরু হলো মোহনবাগানের(Mohunbagan) নতুন কমিটির যাত্রা। আভাস আগে থেকেই ছিল। সোমবার বাগানের নতুন কমিটির বৈঠকেই নতুন সভাপতি হলেন দেবাশিস দত্ত(Debashis Dutta)। ঘোষণা করলেন সৃঞ্জয় বোস(Srinjay Bose)। তিনি ক্লাবে আসতেই শুরু হৈচৈ। সচিব ও সভাপতি একসঙ্গে গেলেন অমর একাদশের কাছে। এর পরই তাদের দুজনকে গোলাপের মালায় বরণ করে নিলো মোহন(Mohunbagan) জনতা। শুধু তাই নয় হল মালা বদলও। এরপরই এক অপরকে মিষ্টি মুখ করালেন তারা। গোটা ক্লাব জুড়ে এদিন উৎসবের আমেজ।

এদিন সভাপতির পাশাপাশি পাঁচ সহ সভাপতির নামও ঘোষণা হয়ে গেলো। গতবারের পর এবারও মোহনবাগানের সহ সভাপতি পদে রইলেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। নতুন সহ সভাপতি হিসাবে এলেন সৃঞ্জয় বোসের ভাই সৌমিক বোস(Soumik Bose)। এছাড়াও সেই পদে রয়েছেন মানস ভট্টাচার্য, দেবাশিস মিত্র এবং উত্তম সাহা।

সেখান থেকেই ক্লাবের ভবিষ্যত নিয়েও বার্তা দিলেন সচিব সৃঞ্জয় বোস(Srinjay Bose)। তিনি জানিয়েছেন, “কয়েকদিনের মধ্যেই সঞ্জীব গোয়েঙ্কাদের সঙ্গে বৈঠকে বসবো আমরা। সেখানে সবার আগে টিকিটের সমস্যা নিয়ে কথা বলব। সেই সঙ্গে মহিলা ফুটবল দল নিয়েও আলোচনা হবে। এছাড়া ক্লাবে ট্রফি নিয়ে আসার ব্যপারেও কথা বলব আমরা। সমর্থকদের জন্যই হবে এই প্রয়াস”।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

এদিন টুটু বোসকে নিয়েও কথা ওঠে। এখনি কোনো নতুন পদ নয় ঠিকই, তবে সেই সম্ভাবনা নেই তেমনটাও বলা যায় না। আগামী দিনে এই নিয়ে কথা বলতেই পারে মোহনবাগান(Mohunbagan) কমিটি, ইঙ্গিত সৃঞ্জয় বোসের। সেক্ষেত্রে টুটু বোসকে নতুন কোনও আলঙ্কারিক পদে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ক্লাবের জেনারেল মিটিংয়ে সেই নিয়ে হতে পারে আলোচনা।

সেইসঙ্গে ২৯ জুলাই নিয়েও রয়েছে নানান ভাবনা। যদিও সেগুলো এখনও পর্যন্ত খানিকটা গোপন রাখারই সিদ্ধান্ত নিয়েছে সৃঞ্জয় বোসের নেতৃত্বাধীন নতুন কমিটি।  তবে সেই নিয়ে যে বেশ কিছু নানান পরিকল্পনা রয়েছে তাও বেশ স্পষ্ট। একইসঙ্গে মোহনবাগানের নিয়ম গুলোকে আরও যথাযথভাবে করার জন্য অসীম রায়কেই দায়িত্ব দিয়েছে এই কমিটি।

সৃঞ্জয় বোস জানিয়েছেন, “অসীম রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে আরও ভালোভাবে ক্লাবের সমস্ত নিয়ম গুলো দেখে নেওয়ার জন্য। সব দিকগুলো যাতে আরও পরিস্কার হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত। আমন্ত্রনী কমিটিতে আরও নতুন মুখ আসতে পারে। একজন নতুন মহিলা সদস্যও এসেছেন”।

সোমবার থেকেই শুরু হল মোহনবাগানের নতুন কমিটির পথ চলা।

spot_img

Related articles

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...

বইমেলার ভোজবাজি: সৃজনশীল মুখ্যমন্ত্রীকে মনে করালেন শুভাপ্রসন্ন

বাংলার সৃজনশীল মুখ্যমন্ত্রীকে নিউটাউনের বইমেলায় ভোজবাজির উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরলেন শিল্পী শুভাপ্রসন্ন। ইওর ভয়েজ ও আইরিস ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে...