সভাপতির সঙ্গে মালাবদল সচিবের, সুপারজায়ান্টের সঙ্গে বৈঠকের ইঙ্গিত সৃঞ্জয়ের

Date:

Share post:

অমর একাদশের পায়ে ফুল দিয়েই যাত্রা শুরু হলো মোহনবাগানের(Mohunbagan) নতুন কমিটির যাত্রা। আভাস আগে থেকেই ছিল। সোমবার বাগানের নতুন কমিটির বৈঠকেই নতুন সভাপতি হলেন দেবাশিস দত্ত(Debashis Dutta)। ঘোষণা করলেন সৃঞ্জয় বোস(Srinjay Bose)। তিনি ক্লাবে আসতেই শুরু হৈচৈ। সচিব ও সভাপতি একসঙ্গে গেলেন অমর একাদশের কাছে। এর পরই তাদের দুজনকে গোলাপের মালায় বরণ করে নিলো মোহন(Mohunbagan) জনতা। শুধু তাই নয় হল মালা বদলও। এরপরই এক অপরকে মিষ্টি মুখ করালেন তারা। গোটা ক্লাব জুড়ে এদিন উৎসবের আমেজ।

এদিন সভাপতির পাশাপাশি পাঁচ সহ সভাপতির নামও ঘোষণা হয়ে গেলো। গতবারের পর এবারও মোহনবাগানের সহ সভাপতি পদে রইলেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। নতুন সহ সভাপতি হিসাবে এলেন সৃঞ্জয় বোসের ভাই সৌমিক বোস(Soumik Bose)। এছাড়াও সেই পদে রয়েছেন মানস ভট্টাচার্য, দেবাশিস মিত্র এবং উত্তম সাহা।

সেখান থেকেই ক্লাবের ভবিষ্যত নিয়েও বার্তা দিলেন সচিব সৃঞ্জয় বোস(Srinjay Bose)। তিনি জানিয়েছেন, “কয়েকদিনের মধ্যেই সঞ্জীব গোয়েঙ্কাদের সঙ্গে বৈঠকে বসবো আমরা। সেখানে সবার আগে টিকিটের সমস্যা নিয়ে কথা বলব। সেই সঙ্গে মহিলা ফুটবল দল নিয়েও আলোচনা হবে। এছাড়া ক্লাবে ট্রফি নিয়ে আসার ব্যপারেও কথা বলব আমরা। সমর্থকদের জন্যই হবে এই প্রয়াস”।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

এদিন টুটু বোসকে নিয়েও কথা ওঠে। এখনি কোনো নতুন পদ নয় ঠিকই, তবে সেই সম্ভাবনা নেই তেমনটাও বলা যায় না। আগামী দিনে এই নিয়ে কথা বলতেই পারে মোহনবাগান(Mohunbagan) কমিটি, ইঙ্গিত সৃঞ্জয় বোসের। সেক্ষেত্রে টুটু বোসকে নতুন কোনও আলঙ্কারিক পদে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ক্লাবের জেনারেল মিটিংয়ে সেই নিয়ে হতে পারে আলোচনা।

সেইসঙ্গে ২৯ জুলাই নিয়েও রয়েছে নানান ভাবনা। যদিও সেগুলো এখনও পর্যন্ত খানিকটা গোপন রাখারই সিদ্ধান্ত নিয়েছে সৃঞ্জয় বোসের নেতৃত্বাধীন নতুন কমিটি।  তবে সেই নিয়ে যে বেশ কিছু নানান পরিকল্পনা রয়েছে তাও বেশ স্পষ্ট। একইসঙ্গে মোহনবাগানের নিয়ম গুলোকে আরও যথাযথভাবে করার জন্য অসীম রায়কেই দায়িত্ব দিয়েছে এই কমিটি।

সৃঞ্জয় বোস জানিয়েছেন, “অসীম রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে আরও ভালোভাবে ক্লাবের সমস্ত নিয়ম গুলো দেখে নেওয়ার জন্য। সব দিকগুলো যাতে আরও পরিস্কার হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত। আমন্ত্রনী কমিটিতে আরও নতুন মুখ আসতে পারে। একজন নতুন মহিলা সদস্যও এসেছেন”।

সোমবার থেকেই শুরু হল মোহনবাগানের নতুন কমিটির পথ চলা।

spot_img

Related articles

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই...

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।ম্যাচে টস...

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে...

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত...