ইরান-ইজরায়েলের আকাশপথে বারুদের ধোঁয়া, মাটিতে ক্ষেপণাস্ত্রের ক্ষতচিহ্ন। নেতানিয়াহুর দেশের হামলার খবর যখন দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল তেহরানের টিভি চ্যানেল তখন লাইভ টেলিকাস্ট (Live Telecast) চলাকালীন আইআরআইবি-র সদর দফতরে ভয়াবহ হামলা (missile attack in a TV channel, Tehran)! তখনও সংবাদ পরিবেশন করছেন সঞ্চালিকা। মুহূর্তের মধ্যে ভয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েন তিনি। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।
গত কয়েকদিন ধরে ইরানের রাজধানীর সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা (Israel Army)। শহরের নানা প্রান্তে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এবার আক্রমণ টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে, তাও আবার লাইভ টেলিকাস্টের সময়। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও, ভয় পেয়ে মাথা ঢেকে লাইভ ছেড়ে চলে যান সঞ্চালিকা। এই আক্রমণের ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা জানা যায়নি। হামলার ঘটনাকে নিশ্চিত করে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের হয়ে প্রচার করা এই টিভি চ্যানেলকে তারা ধ্বংস করেছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের কোনও স্বৈরাচারী শাসককে রেয়াত করা হবে না। ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছে, বাইরে থেকে ভবনটি টিভি চ্যানেলের কাজের জন্য ব্যবহার করা হলেও ভেতরে ভেতরে গোপনে সামরিক যোগাযোগের কাজ চলছিল। সেই কারণেই আইআরআইবি-র সদর দফতরে হামলা করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–